বাংলা নিউজ > টুকিটাকি > Bangla Jokes Collection: আজ দুপুরে হোক হাসির বন্যা! পড়ুন দিনের সেরা ৫ জোকস

Bangla Jokes Collection: আজ দুপুরে হোক হাসির বন্যা! পড়ুন দিনের সেরা ৫ জোকস

পড়ুন দিনের সেরা ৫ জোকস

Viral Bangla Jokes: পড়ে নিন দিনের সেরা ৫ জোকস। আর আজকের দুপুরটা হয়ে উঠুক দারুণ আনন্দের।

১। হরিপদ বেজায় কৃপণ। একদিন তাঁর বাড়িতে হাজির হলেন তাঁর বন্ধু শশধর।

শশধর: কী রে হরিপদ, তোর বাড়িতে এলাম, কিছু খাওয়াবি না?

হরিপদ: কী খেতে চাস, বল। ঠান্ডা, না গরম?

শশধর: নিয়ে আয়। ঠান্ডা গরম— দুটোই খাব।

হরিপদ হাঁক ছাড়লেন, ‘কই রে জগাই, ফ্রিজ থেকে এক গ্লাস ঠান্ডা জল আর উনুন থেকে এক গ্লাস গরম জল নিয়ে আয়!’

(আরও পড়ুন: হাসতে হাসতে ভুলে যান সব চাপ! পড়ুন দিনের সেরা ৫ জোকস)

২। ছেলে: বাবা, প্রতিদিন একটা আপেল খেলে নাকি ডাক্তার থেকে দূরে থাকা যায়?

বাবা: হুমম, যায় তো।

ছেলে: তাহলে একটা আপেল দাও তো।

বাবা: তুই না আপেল খেতে চাস না! আজ কী হল হঠাৎ?

ছেলে: ডাক্তারবাবুর গাড়ির জানলা ভেঙে ফেলেছি তো!

(আরও পড়ুন: হাসির দেবতা আপনার মঙ্গল করুন! সকালেই পড়ে নিন দিনের সেরা ৫ জোকস)

৩। দূরের এক দেশের সীমান্তে দালালের কাজ করে পিঁপড়ে। 

একদিন হাতি তাকে বলল: আমাকে বর্ডারটা পার করিয়ে দাও না!

‘ঠিক আছে, আমার সঙ্গে চলো’, বলল পিঁপড়ে।

দু’জন হাঁটতে শুরু করল সীমান্তের উদ্দেশে। পিঁপড়ে সামনে, হাতি পিছনে। এমন সময়ে সীমান্তরক্ষী চিৎকার করে জিজ্ঞেস করল: কে? কে যায় ওখানে?

‘এটা আমি, পিঁপড়ে’, পিঁপড়ে বলল।

সীমান্তরক্ষী: তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু সঙ্গে ওটা কে?

রীতিমতো রেগে উঠে বলল পিঁপড়ে: কে মানে? সঙ্গে করে খাবারও নিতে পারব না নাকি!

(আরও পড়ুন: সপ্তাহের প্রথম কাজের দিন! আজ তো মন ভালো রাখতেই হবে, পড়ুন দিনের সেরা ৫ জোকস)

৪। ছোটবেলার বন্ধুর সঙ্গে দেখা হল এক ভুলোমনের লোকের। লোকটা তার বন্ধুকে চিনতে পারছিল না। 

বন্ধুটি বলল, আমাকে চিনতে পারছিস না? আরে আমি তোর সঙ্গে ক্লাস ফোরে পড়েছি।

লোকটা কঠিন গলায় বলল, অসম্ভব। ক্লাস ফোরে আমার কোনও দাঁড়িওয়ালা বন্ধু ছিল না।

(আরও পড়ুন: সাতসকালেই হাসতে হবে প্রাণভরে! তবেই না মজার হবে রোববার, পড়ুন দিনের সেরা ৫ জোকস)

৫। ডেন্টিস্ট: অত চেঁচাবেন না, আমি আপনার দাঁতে এখনও হাতই দিইনি।

রোগী: কিন্তু আপনি আমার পায়ের উপর দাঁড়িয়ে আছেন।

বন্ধ করুন