১। হোটেল থেকে খাবার খেয়ে এক লোক বেরিয়ে যাচ্ছে। এক মহিলা তখন ম্যানেজারকে একটা ২০ টাকার নোট দিয়ে বিল মেটাচ্ছিল। নোটটার কোণে একটা লাল দাগ আছে এটা লোকটি লক্ষ্য করল। তার পরে মৌরি চিবোতে-চিবোতে সে বেরিয়ে যাওয়ার উপক্রম করল।
ম্যানেজার ডেকে বলল, ‘এই যে দাদা, বিল দিয়ে যান।’
লোকটি: বিল তো দিয়েছি। দেখুন আপনার ক্যাশের ড্রয়ারে লাল দাগওয়ালা একটা ২০ টাকার নোট আছে। ম্যানেজার ড্রয়ার খুলে দেখল সত্যি তাই সেখানে লাল দাগওয়ালা একটা ২০ টাকার নোট। ভাবলো, হয়তো তার ভুল হয়েছে।
তখন বর্ষাকাল। কাউন্টারের পাশে ম্যানেজারের একটা ছাতা রাখা ছিল। লোকটি আরও খানিকটা মৌরি মুখে দিয়ে ছাতাটা হাতে নিয়ে ম্যানেজারের উদ্দেশে বলল, এখন বলুন যে এই ছাতাটাও আপনার।
(আরও পড়ুন: এবার বেশ শীত পড়ছে, আজ সকাল সকাল মেজাজ ভালো করুন হেসে নিয়ে! পড়ুন সেরা ৫ জোকস)
২। পল্টু বড়ই কৃপণ। একবার সে গিয়েছে কলা কিনতে।
পল্টু: কি দাদা, এই ছোট্ট কলাটার দাম কত হবে?
বিক্রেতা: তিন টাকা দিন।
পল্টু: দুই টাকায় দেবেন কি না বলুন? তাহলেই নেব। নাহলে নেব না।
বিক্রেতা: বলেন কি! কলার খোসার দামই তো দুই টাকা।
পল্টু: এই নিন এক টাকা। খোসা লাগবে না। ওটা রেখে আমাকে কলা দিন!
(আরও পড়ুন: মনখারাপকে জানান গুডবাই! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, আর হাসুন প্রাণভরে)
৩। রঞ্জু রাগ করে বাড়ি ছেড়ে চলে গিয়েছে। কিছুদিন পর রঞ্জু একটি ছাগল নিয়ে বাড়ি এল।
এটা দেখে রঞ্জুর স্ত্রী বলল, ‘ওই বদমাশটাকে নিয়ে এলে কেন?’
রঞ্জু রেগে বলল, ‘বদমাশ বলছ কেন, দেখছ না এটা ছাগল!’
‘আমি তো ছাগলকেই জিজ্ঞেস করেছি।’ রঞ্জুর স্ত্রীর জবাব।
(আরও পড়ুন: উইকেন্ড তো শুরু হয়ে গিয়েছে, এবার মজাই মজা! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস)
৪। প্রথম ব্যাক্তি: আমি অত্যন্ত দুখিঃত আমার ছাগলটা আপনার লাউখেত সাবাড় করে দিয়েছে।
দ্বিতীয় ব্যাক্তি: না না, দুঃখিত হবার কিছু নেই, কিছু ক্ষণ আগে আমরাও ওটাকে জবাই করে সাবাড় করে দিয়েছি।
(আরও পড়ুন: সপ্তাহের শুরুতেই প্রাণভরে হাসুন! পড়ুন সেরা ৫ জোকস, আর সোমবার সকালটা হোক মজার)
৫। মন্টুর ছাতায় একটা বড় ফুটো দেখে সবাই জিজ্ঞেস করল, কী হে মন্টু, ছাতায় ফুটো কেন?
মন্টু বলল, আরে বোকা, বৃষ্টি থেমে গেলে বুঝব কী করে?