১। একজন ব্যক্তির কুকুর হারিয়ে গিয়েছে। তিনি খবররের কাগজে বিজ্ঞাপন দিলেন— আমার হারিয়ে যাওয়া কুকুরটি একটা কালো রঙের বুলডগ। ‘জিমি, জিমি’ বললে সাড়া দেয়, লেজ নাড়ে। কেউ কুকুরটি পেলে দয়া করে ফেরত দিবেন। আমার ফোন নম্বরে যোগাযোগ করবেন।
এই লিখে তিনি নীচে তাঁর ফোন নম্বর দিলেন।
বিজ্ঞাপনে কাজ হল না। কেউ তাঁর ফোন নম্বরে যোগাযোগ করলেন না। দু’দিন পরে ব্যাক্তি আবার বিজ্ঞাপন দিলেন। এবার লিখলেন— আমার হারিয়ে যাওয়া কুকুরটি একটা কালো রঙের বুলডগ। ‘জিমি, জিমি’ বললে সাড়া দেয়, লেজ নাড়ে। কয়েক দিন পরেই ওর জলাতঙ্ক রোগের লক্ষণ দেখা দেবে। কেউ কুকুরটি পেলে দয়া করে ফেরত দিবেন। আমার ফোন নম্বরে যোগাযোগ করবেন।
ঠিক তার পরের দিনই তিনি কুকুরটি ফেরত পেলেন।
(আরও পড়ুন: মনখারাপকে জানান গুডবাই! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, আর হাসুন প্রাণভরে)
২। শেয়াল ধরেছে মুরগিছানাকে। বেচারা কেঁদে-কেটে একাকার। খুব অনুনয়-বিনয় করে সে বলল, ‘আমাকে ছেড়ে দাও, শেয়াল ভায়া। আমি আমার বাবা-মাকে ভুলিয়ে ভালিয়ে তোমার কাছে নিয়ে আসব।’
শেয়াল হিসাব করে দেখল, পুঁচকে এই মুরগিছানাকে খাওয়ার চেয়ে বড় দুখানা মোরগ-মুরগি খাওয়া ঢের লাভজনক। সে ছেড়ে দিল মুরগিছানাকে। ছাড়া পেয়ে একছুটে দূরে গিয়ে বলল সে, ‘শেয়াল ভায়া, আমি তোমাকে ঠকিয়েছি। আমার বাবা-মা নেই। আমার জন্ম ইনকিউবেটরে।’
(আরও পড়ুন: উইকেন্ড তো শুরু হয়ে গিয়েছে, এবার মজাই মজা! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস)
৩। শিশু-মশা বলছে মা-মশাকে:
-মা, একটু উড়ে আসি?
-না, আর একটু বড় হও আগে।
-যাই না, মা, একটু উড়ে আসি! কাল একটু উড়তে বেরিয়েছিলাম। দেখে সবাই কত হাততালি দিল!
(আরও পড়ুন: সপ্তাহের শুরুতেই প্রাণভরে হাসুন! পড়ুন সেরা ৫ জোকস, আর সোমবার সকালটা হোক মজার)
৪। হেঁটে যাচ্ছিল কচ্ছপ। সে সময় এক মৌমাছি এসে কামড়ে দিল তার কাঁধে। কিছু ক্ষণের মধ্যেই ফুলে ঢোল হয়ে উঠল জায়গাটা। কচ্ছপ ভাবল:
-আজ রাতে বাইরেই ঘুমোতে হবে।
(আরও পড়ুন: মন ভালো নেই? অত ভাববেন না, একটু হেসে চাঙ্গা হয়ে নিন! রইল দিনের সেরা ৫ জোকস, আপনারই জন্য)
৫। জনি: রনি, তোর জন্মদিন কত তারিখে?
রনি: ২০ জুন।
জনি: কোন বছর?
রনি: প্রতিবছর!