১। এক লোক হোটেলের সাইনবোর্ড দেখে খুব খুশি হয়ে ইচ্ছেমতো খেলেন।
ওয়েটার: স্যর, আপনার বিল ৫০০ টাকা।
লোক: কী বলছেন ভাই? আমার বিল? কিন্তু আপনাদের সাইনবোর্ডে যে লেখা, ‘আপনি যা খাবেন আপনার নাতি তা শোধ করবে।’
ওয়েটার: সেটা না হয় না দিন। কিন্তু এই ৫০০ টাকা দিন। এটা আপনার দাদু খেয়ে গিয়েছেন।
(আরও পড়ুন: বৃষ্টি পড়েই চলেছে, কিন্তু আপনি হাসতে থাকুন! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস)
২। একবার এক চোর রাতের বেলা নারকেলগাছে উঠেছে। উদ্দেশ্যে কী, সেটা তো আর বলে দিতে হবে না। তো নারকেল নীচে ফেলতেই জোরে শব্দ হলো। সেই শব্দে গাছের মালিক গেল জেগে। চিৎকার করে জানতে চাইল, ‘কে রে?’
গাছের ওপর থেকে চোরটা উত্তর দিল, আমি নিতাই।
মালিক: ওইখানে কী করিস?
চোর: ঘাস কাটি।
মালিক: ওই ছাগল, নারকেলগাছে কি ঘাস আছে নাকি?
চোর: নাই তো! দেখেই তো নেমে আসছি।
(আরও পড়ুন: গণেশ পুজোয় মন থাকুক ফুরফুরে! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস)
৩। নতুন ইসকুলে পড়াতে গিয়ে মাস্টারমশাই খেয়াল করলেন যে ছাত্রেরা সকলেই Nature-কে ‘নাটুরে’ বলে উচ্চারণ করছে। নালিশ জানালেন ইংরেজির টিচারের কাছে গিয়ে।
টিচার অত্যন্ত দুঃখিত হলেন এবং জানালেন তার ধারণা ছাত্রেরা একটু ‘মাটুরে’ (Mature) হলেই সমস্যার সমাধান হয়ে যাবে।
রেগে গিয়ে মাস্টারমশাই ছুটলেন প্রধান-শিক্ষকের কাছে। নালিশ জানিয়ে বললেন, ‘কী ইসকুল মশাই… ছেলেরা ‘নাটুরে’ বলে, টিচার ‘মাটুরে’ বলে … ।’
প্রধান-শিক্ষক হতাশ কণ্ঠে বললেন, ‘আমিও বুঝি, কিন্তু কী করবেন বলুন! এই অঞ্চলের ‘কালটুরে’ (Culture)-টাই এই রকম।’
ক্ষিপ্ত মাস্টারমশাই দৌড়লেন স্কুল-পরিদর্শকের কাছে…।
তিনি সব শুনে প্রবল চিৎকার-চেঁচামেচি করতে করতে বললেন,
‘আমি জানতাম … আমি আগেই জানতাম, এই ইসকুলটার কোনও ‘ফুটুরে’ (Future) নেই …।’
(আরও পড়ুন: বিশ্বকর্মা পুজোর দিনটি জমে উঠুক মজায়! পড়ুন দিনে সেরা ৫ জোকস)
৪। ছেলে: বাবা, আমাদের বিজ্ঞানের স্যর বলেছেন, অক্সিজেন ছাড়া আমরা নিঃশ্বাস নিতে পারি না। কিন্তু অক্সিজেন আবিষ্কৃত হয়েছে ১৭৭০ সালে। তাহলে তার আগে কি কেউ নিঃশ্বাস নিত না?
বাবা: না, কারণ মানুষের নাকও ওই বছরেই তৈরি হয়েছিল।
(আরও পড়ুন: রবিবার মানেই মজায় থাকার দিন! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস)
৫। ভোরবেলা। নতুন বউ ঘুম থেকে উঠে দেখেন স্বামী গিয়েছেন রান্নাঘরে। বউ খুব খুশি। কী ভালোবাসেন স্বামী ওকে! সক্কালবেলা চলে গিয়েছেন রান্না করতে।
স্ত্রীকে দেখে স্বামী বললেন, লক্ষ্মীটি, তুমি আপেলের জুস ঢালো গ্লাসে আর ফ্রিজ থেকে বার করে পাউরুটিগুলো সেঁকে দাও! জলখাবার তৈরি হয়ে গেল বলে!
স্ত্রীর মন ভরে উঠল। কী তৈরি করছেন স্বামী? নিজেকে সামলাতে না পেরে বললেন, আজ কী জলখাবার তৈরি করছো?
স্বামী বললেন, আজকের জলখাবার আপেলের জুস আর সেঁকা পাউরুটি।