১। পল্টু ফলের দোকানদার। একদিন তাঁর দোকানে এলেন এক অদ্ভুত ক্রেতা।
ক্রেতা: আমাকে এক কেজি আপেল দিন তো। প্রতিটা আপেল আলাদা আলাদা প্যাকেটে দেবেন।
পল্টু তা-ই করল।
ক্রেতা: হুঁ, এবার আমাকে এক কেজি আম দিন। এ ক্ষেত্রেও প্রতিটা আম ভিন্ন ভিন্ন ঠোঙায় দেবেন।
পল্টু তাই করল। ক্রেতা তখন দেখছিলেন, পল্টুর দোকানে আর কী কী আছে।
পল্টু চটজলদি দুই হাতে আঙুরগুলো আড়াল করে বললেন, ‘দাদা, আমি আঙুর বিক্রি করি না!’
(আরও পড়ুন: বৃষ্টি পড়েই চলেছে, কিন্তু আপনি হাসতে থাকুন! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস)
২। একটা চোখ ফুলিয়ে স্কুল থেকে বাড়ি ফিরল ছেলে। মা আঁতকে উঠে জিজ্ঞেস করলেন, এ কী! কী হয়েছে?
ছেলে: ভোলার সঙ্গে মারামারি করেছি।
মা: ছিঃ মারামারি করতে নেই। কাল স্কুলে যাওয়ার সময় মিষ্টি নিয়ে যাবে আর ভোলার সঙ্গে বন্ধুত্ব করবে।
পরদিন ছেলে মিষ্টি নিয়ে স্কুলে গেল। কিন্তু ফিরল অন্য চোখটা ফুলিয়ে।
মা বললেন, আজ আবার কী হয়েছে?
ছেলে: ভোলা আরও মিষ্টি চেয়েছে।
(আরও পড়ুন: দু’মিনিটে মন হবে ফুরফুরে! শুধু সকাল সকাল পড়ে নিন দিনের সেরা ৫ জোকস)
৩। শিক্ষক: মরুভূমির একটা প্রাণীর নাম বলো।
প্রথম ছাত্র: উট।
শিক্ষক: ঠিক আছে। আর একজন মরুভূমির আর একটি প্রানীর নাম বলো।
দ্বিতীয় ছাত্র: আর একটি উট।
(আরও পড়ুন: হাসির চেয়ে ভালো ওষুধ আর কী আছে? সকালেই পড়ুন দিনের সেরা ৫ জোকস! হাসুন প্রাণভরে)
৪। মুমূর্ষু এক রোগীর পাশে দাঁড়িয়ে আছেন ডাক্তার। মুখ বিষণ্ণ করে বললেন, ‘বলতে বাধ্য হচ্ছি, আপনার শরীরের অবস্থা খুব খারাপ! এমন কেউ আছেন, যিনি আপনাকে দেখতে আসতে পারেন?’
রোগী: অবশ্যই, আর একজন ডাক্তার দেখতে পারেন।
(আরও পড়ুন: রবিবার সকাল কাটুক চরম মজায়! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস)
৫। এক মহিলা মুরগির দোকানে গিয়েছেন।
দোকানে একটাই মুরগি আছে।
মহিলা: ওই মুরগির দাম কত?
দোকানদার: ২৭০ টাকা।
মহিলা: আর একটা মুরগি দেখাও।
দোকানদার ওই মুরগিটাই ভিতরে নিয়ে গিয়ে আবার এনে বলল, ২৮০ টাকা।
মহিলা: আমাকে দু’টি মুরগিই দাও।