১। রসায়নের ব্যবহারিক ক্লাস চলছে।
শিক্ষক: আমি এই দ্রবণ প্রস্তুত করেছি এবং এই পাত্রে আমি আমার সোনার আংটিটা ডুবিয়ে দিলাম।
এখন বল তো আংটিটা দ্রবণে গলবে, নাকি গলে যাবে না?
ছাত্র: গলবে না স্যার?
শিক্ষক: গুড! ভেরি গুড! আচ্ছা বল তো, কেন গলবে না?
ছাত্র: স্যার, আপনি জ্ঞানী লোক, এই দ্রবণে যদি সোনার আংটি গলে যেত, তবে আপনি নিশ্চয় জেনেশুনে এই পাত্রে আপনার সোনার আংটিটি ডুবোতেন না।
(আরও পড়ুন: সপ্তাহের শুরুতেই মন থাকুক ফুরফুরে! সকালেই পড়ুন দিনের সেরা ৫ জোকস, হাসুন বিন্দাস)
২। রাস্তায় দুই বন্ধুর দেখা হয়েছে।
প্রথম বন্ধু: পল্টু বলল, কাল শিকারে গিয়ে সে এক গুলিতে এক ডজন হাঁস মেরেছে।
দ্বিতীয় বন্ধু: তাই নাকি! কিন্তু আমাকে যে বলল দুই ডজন মেরেছে।
প্রথম বন্ধু: ঠিকই বলেছে! সে ভেবেছে তুমি আমার চেয়ে দ্বিগুন বোকা।
(আরও পড়ুন: খুব চাপে নাকি? সে সব ভুলে ২ মিনিট একটু হাসুন, পড়ে নিন দিনের সেরা ৫ জোকস)
৩। এক লোককে বেশ লম্বা সাইজের একটা দড়ি হাতে মাঠের মধ্যে উদ্দেশ্যহীনভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আর এক জন প্রশ্ন করল, ‘আচ্ছা, আপনি কী করছেন, জানতে পারি?’
লোকটি: ইয়ে, মানে আমি আসলে একটু দোটানার মধ্যে আছি। আমি মনে করতে পারছি না, গরু হারিয়েছি নাকি হারানো দড়িটা খুঁজে পেয়েছি।
(আরও পড়ুন: শনিবার সকালে হাসতে থাকুন, পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, আর উইকেন্ড হোক সুপার মজাদার)
৪। গরিব বন্ধু: আজ তোর ধন-সম্পত্তির খুব তারিফ করে এলাম।
ধনী বন্ধু: তাই নাকি! তা কার কাছে?
গরিব বন্ধু: ইনকামট্যাক্স অফিসারের কাছে।
(আরও পড়ুন: হোক সোমবার, থাক কাজের চাপ, তবু আজ হাসার দিন! পড়ুন দিনের সেরা ৫ জোকস, থাকুন মজায়)
৫। মেক্সিকান এক ডাকাত ডাকাতি করেছে টেক্সাসের এক হোমরাচোমরা নেতার বাড়িতে। নেতা সে সময় ছিলেন বাইরে। সব শুনে ছুটলেন ডাকাতের পিছু পিছু। টেক্সাসের সীমান্তে একটা পানশালায় ডাকাতটাকে দেখলেন তিনি। বন্দুক উঁচিয়ে তেড়ে গেলেন তাকে ধরতে।
ধরেই ইংরেজিতে হুমকি, ‘ব্যাটা, আমার মালপত্র কোথায় রেখেছিস? ভালো মানুষের মতো বলে ফেল, নয়তো গুলি করে উড়িয়ে দেব!’
ডাকাত ইংরেজির ‘ই’-ও বোঝে না। পানশালায় ইংরেজি-স্প্যানিশ— দুই ভাষাই জানে এমন একটা লোক বসে ছিল। সামনে এসে বলল, ‘আমি ওকে বুঝিয়ে বলছি, শান্ত হোন আপনি।’
বলেই স্প্যানিশ ভাষায় সব বুঝিয়ে বলল সে ডাকাতকে। ভয়ে ডাকাতটা মালপত্র কোথায় রেখেছে— সব কিছু বলে দিল।
টেক্সাসের নেতা জিজ্ঞেস করলেন, ‘কী বলে?’
উদাস উদাস ভাব নিয়ে লোকটা বলল, ‘ডাকাত বলল, ব্যাটা গাধা, তুই আমাকে মারতে পারবি না! আমিই মারব তোকে! সাহস থাকলে চালা গুলি।’