১। মাথায় খাঁচাভর্তি মুরগি নিয়ে বাজারে যাচ্ছিল চাষিপুত্র। এমন সময় খাঁচাটা মাথা থেকে পড়ে ভেঙে গেল, মুরগিগুলোও ছাড়া পেয়ে সব এদিক-ওদিক ছোটাছুটি শুরু করল। বহু কষ্টে সবগুলো মুরগি ধরে খাঁচার ভেতরে ঢুকাল চাষিপুত্র। ভয়ে ভয়ে বাড়ি ফিরল। চাষি বললেন, ‘কী রে, ফিরে এলি কেন?’
চাষিপুত্র: ইয়ে মানে, বাবা, যাওয়ার পথে খাঁচাটা ভেঙে মুরগিগুলো বেরিয়ে গিয়েছিল। অবশ্য আমি ১১টা মুরগিই ধরে ফেলেছি, কোনওটাই পালাতে পারেনি।
চাষি: শাবাশ ব্যাটা! তুই সাতটা মুরগি নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলি!
(আরও পড়ুন: সোমবার মানে কি মুখ গোমড়া করে থাকার দিন? মোটেই না! পড়ুন দিনের সেরা ৫ জোকস আর হাসুন)
২। একবার দেখি করিম চাচা মন খারাপ করে বসে আছেন। বললাম, ‘কী হয়েছে চাচা?’
চাচা বলেন, ‘আর বলিস না। এক মেয়েকে প্লাস্টিক সার্জারি করার জন্য সাত লাখ টাকা ধার দিয়েছিলাম। এখন সার্জারি করার পর তাঁর চেহারা গেছে বদলে। এখন আর তাকে খুঁজে পাচ্ছি না।’
(আরও পড়ুন: বৃষ্টি পড়ে গরম কমেছে, মনও এবার আর একটু ফুরফুরে হোক! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস)
৩। এক লোক হন্তদন্ত হয়ে ডাক্তারের কাছে এসে বলল—
ব্যক্তি: ডাক্তার বাবু, সর্বনাশ হয়ে গিয়েছে। কাল রাতে আমি স্বপ্ন দেখেছি আমি ইয়া বড় একটা শসা খেয়ে ফেলেছি।
চিকিৎসক: আরে ! এতে চিন্তার কী আছে?
ব্যক্তি: কিন্তু সকালে উঠে আমার কোলবালিশটা যে আর খুঁজে পাচ্ছি না।
(আরও পড়ুন: ছুটির দিন নাকি? তাহলে তো একটা মজারও দিন বটে! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস)
৪। প্রথম বন্ধু: জানিস, গত রাতে আমাদের বাড়ির ওপর দিয়ে প্রচণ্ড ঝড় বয়ে গিয়েছে।
দ্বিতীয় বন্ধু: বলিস কি? তা তোদের বাড়ির কোনও ক্ষয়ক্ষতি হয়েছে?
প্রথম বন্ধু: তা তো জানি না! বাড়ি তো ঝড়ে উড়ে গিয়েছে!
(আরও পড়ুন: বিরক্তিকে দেখান কাঁচকলা! হাসুন একদম মন খুলে, পড়ে নিন দিনের সেরা ৫ জোকস)
৫। একদিন ঘুম থেকে উঠে রতন তাঁর স্ত্রীকে বললেন, ‘আজকের সকালটা সুন্দর।’
পরদিনও ঘুম থেকে উঠে রতন বললেন, ‘আজকের সকালটা সুন্দর।’
এর পরদিনও একই ঘটনা।
এভাবে এক সপ্তাহ পেরোনোর পর রতনের স্ত্রী বিরক্ত হয়ে বললেন, ‘প্রতিদিন এই কথা বলার মানে কী?’
রতন: সেদিন ঝগড়ার সময় তুমি বলেছিলে, কোনও এক সুন্দর সকালে তুমি আমাকে ছেড়ে চলে যাবে।