১। পল্টু: কাল রাতে ঘরে চোর এসেছিল।
বিল্টু: বলিস কী!
পল্টু: ঘুম ভেঙে গেলে তাকে জিজ্ঞেস করলাম, সে কী করছে? বলল, টাকা-পয়সা খুঁজছে।
বিল্টু: তুই চোরটাকে ধরে পুলিশে দিলি না?
পল্টু: না…
বিল্টু: তবে?
পল্টু: আমিও তার সঙ্গে টাকা-পয়সা খুঁজতে শুরু করছিলাম।
(আরও পড়ুন: উইকেন্ড তো শুরু হয়ে গিয়েছে, এবার মজাই মজা! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস)
২। ছোট শিশুরা স্কুল থেকে শিক্ষা সফরে গিয়েছে থানায়। বুলেটিন বোর্ডে ‘ওয়ান্টেড’ ক্রিমিনালদের এক গাদা ছবি ঝুলছে দেখে একটি ছোট মেয়ে পুলিশ অফিসারকে জিজ্ঞেস করল, তোমরা কি আসলেই ওদেরকে ধরতে চাও?
নিশ্চয়ই! পুলিশ অফিসার জানালেন।
ছোট মেয়েটি আশ্চর্য হয়ে আবার জিজ্ঞেস করল, তাহলে ছবি তোলার সময়ই ওদের রেখে দিলে না কেন?
(আরও পড়ুন: মনখারাপকে জানান গুডবাই! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, আর হাসুন প্রাণভরে)
৩। ব্রিটিশ আমলের পুলিশ বলছে হাবিলদারকে, ‘তুমি কি বিপ্লবীটাকে ধরতে পেরেছ?’
হাবিলদার: না, স্যর। তবে ওর ফিংগার প্রিন্ট সঙ্গে করে এনেছি।
পুলিশ: কোথায়, দেখি?
হাবিলদার: স্যর, আমার গালে!
(আরও পড়ুন: এবার বেশ শীত পড়ছে, আজ সকাল সকাল মেজাজ ভালো করুন হেসে নিয়ে! পড়ুন সেরা ৫ জোকস)
৪। এক বোকা লোক কোদাল দিয়ে গর্ত খুঁড়ছে। পাশ দিয়েই যাচ্ছিল এই গ্রামের আর এক ফচকে লোক।
সে জিজ্ঞেস করল, ‘কী রে, গর্ত খুঁড়ছিস কেন?’
‘ছবি তুলব তো, তাই গর্ত খুঁড়ছি।’
‘ছবি তোলার জন্য গর্ত খুঁড়ছিস, মানে?’
‘হয়েছে কী, আমার হাফ ছবি তুলতে হবে। আর জানিস তো, হাফ ছবি বুক পর্যন্ত হয়। তাই গর্তে নেমে ছবি তুলব। যাতে শুধু বুক পর্যন্ত ওঠে।’
এবার দ্বিতীয় জন বিষয়টা বুঝতে পেরে বলল, ‘তা কয় কপি ছবি তুলবি?’
প্রথম জন জানাল, ‘তিন কপি।’
দ্বিতীয় জন বলল, ‘আরে বোকার বোকা! তিন কপি ছবি তুললে একটা গর্ত খুঁড়ছিস কেন। আরও দুইটা খোঁড়।’
(আরও পড়ুন: মেঘলা দিনে বইছে শীতের হাওয়া, তার মধ্যে মন থাকুক ফুরফুরে! পড়ুন দিনের সেরা ৫ জোকস)
৫। একটি প্রদর্শনীর আয়োজক বলছেন একজন চিত্রশিল্পীকে, ‘আপনার জন্য একটি সুসংবাদ এবং একটি দুঃসংবাদ আছে।’
চিত্রশিল্পী: বলুন, শুনি।
আয়োজক: গতকাল সন্ধ্যায় এক লোক এসেছিল প্রদর্শনীতে। সে আমাকে ডেকে আপনার আঁকা ছবিগুলো দেখিয়ে বলল, ‘এই লোকের মৃত্যুর পর তাঁর আঁকা ছবিগুলোর দাম কেমন হতে পারে?’ আমি বললাম, ‘অবশ্যই খুব চড়া দাম হবে।’ লোকটা আমার উত্তরে সন্তুষ্ট হয়ে আপনার আঁকা ১৫টা ছবিই কিনে নিয়ে গেল।
চিত্রশিল্পী: বাহ্! এ তো দারুণ খবর।
আয়োজক: আর দুঃসংবাদটাও শুনুন। লোকটা আর কেউ নয়, আপনার ব্যক্তিগত চিকিৎসক!