১। ক্রিং ক্রিং! বেজে উঠল শিক্ষকের টেলিফোন।
শিক্ষক: হ্যালো।
অপর প্রান্ত থেকে: শুনুন, আমার ছেলের গায়ে ভীষণ জ্বর, ও আজ স্কুলে যেতে পারবে না।
শিক্ষক: আপনি কে বলছেন?
অপর প্রান্ত থেকে: আমি আমার বাবা বলছি!
(আরও পড়ুন: হাসির চেয়ে ভালো ওষুধ আর কী আছে? সকালেই পড়ুন দিনের সেরা ৫ জোকস! হাসুন প্রাণভরে)
২।
(আরও পড়ুন: দু’মিনিটে মন হবে ফুরফুরে! শুধু সকাল সকাল পড়ে নিন দিনের সেরা ৫ জোকস)
৩। ভিক্ষুক: স্যর, দয়া করে আমাকে একটা টাকা দিন।
পথচারী: নেই।
ভিক্ষুক: তাহলে অন্তত আট আনা পয়সা দিন।
পথচারী: বললাম তো নেই।
ভিক্ষুক: তাহলে স্যর আমার সঙ্গে নেমে পড়ুন।
(আরও পড়ুন: বৃষ্টি পড়েই চলেছে, কিন্তু আপনি হাসতে থাকুন! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস)
৪। বিচারক: তুমি পকেট মারতে গিয়ে ধরা পড়েছে। তোমার দোষ স্বীকারে আপত্তি আছে?
আসামি : আমি নিরপরাধ হুজুর। ধরা পড়ার জন্য আমি দায়ী নই। লোকটার পকেট এত ছোট ছিল যে, হাতটা টুকিয়ে আর বের করতে পারি না।
(আরও পড়ুন: গণেশ পুজোয় মন থাকুক ফুরফুরে! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস)
৫। বাবলু আর হাবলু বনের মাঝ দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ তারা পড়ল এক বাঘের সামনে। বাবলু চট করে এক মুঠো বালি বাঘের চোখে ছুড়ে দিয়ে বলল, ‘হাবলু, পালা!’
হাবলু: কী আশ্চর্য! বালু তো তুই ছুড়েছিস! আমি কেন পালাব?!