১। করিনা: কী রে, তোর মেয়ের নাম কী রেখেছিস?
আলিয়া: কফি।
করিনা: সে কী! এত সুন্দর সুন্দর নাম থাকতে এমন বিদঘুটে একটা নাম রাখলি কেন?
আলিয়া: হুঁ। কারণ, ও আমাকে একটা রাতও ঘুমোতে দেয় না!
(আরও পড়ুন: ছুটির দিন নাকি? তাহলে তো একটা মজারও দিন বটে! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস)
২। আগ্নেয়গিরির ছবি তুলবেন বলে একটা বিমান ভাড়া করলেন একজন আলোকচিত্রী। বিমান আকাশে ওড়ার সময় আলোকচিত্রী বলছেন পাইলটকে, ‘ডানে যান… বাঁয়ে যান… হুঁ, এবার আগ্নেয়গিরিটার খুব সামনে থেকে ঘুরে আসুন।’
পাইলট: কেন?
আলোকচিত্রী: কারণ আমি একজন আলোকচিত্রী, আমি আগ্নেয়গিরির ছবি তুলব।
পাইলট: তার মানে আপনি আমার সেই প্রশিক্ষক নন, যাঁর আজ আমাকে বিমান অবতরণ করা শেখানোর কথা!
(আরও পড়ুন: বিরক্তিকে দেখান কাঁচকলা! হাসুন একদম মন খুলে, পড়ে নিন দিনের সেরা ৫ জোকস)
৩। মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা করছিলেন এক নেতা, ‘আমি যদি নির্বাচিত হই, এই গ্রামে ব্রিজ বানিয়ে দেব।’
পিছন থেকে একজন বলে উঠল, ‘স্যার, এই গ্রামে তো কোনও খাল নেই। ব্রিজ করবেন কীভাবে?’
নেতা আমতা আমতা করে বললেন, ‘ইয়ে মানে… প্রথমে খাল খনন করব। এরপর খালের ওপর ব্রিজ বানাব।’
(আরও পড়ুন: একঘেয়েমিকে বলুন বাই বাই! মনখুলে হাসুন, পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, থাকুন আনন্দে)
৪। সাড়ে ছয় ফুট লম্বা এক শিল্পপতি লক্ষ করলেন, যে কোনও পার্টির শেষে অনেক মহিলা ও পুরুষ তাকে ঘিরে ধরে। খুব খুশি হন তিনি। ভাবলেন সবাই তাঁর সঙ্গে আলাপ করতে চান।
একদিন এক পার্টির শেষে শুনলেন– এক মহিলা তার পুরুষ সঙ্গীকে বলছে, ‘তুমি যাও মন্ত্রীর সঙ্গে দেখা করে এস, আমাকে ওই শিল্পপতির আশেপাশেই পাবে।’
পুরুষটি বলল, ‘তালগাছের পাশে? ভেরি গুড! খুঁজে বের করতে কোনও অসুবিধা হবে না।’
(আরও পড়ুন: একটু হাসুন, হাসলে দিন ভালো কাটে! সকাল সকাল পড়ুন দিনের সেরা ৫ জোকস, থাকুন আনন্দে)
৫। ছেলে স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে উঠছে। বাবা ভীষণ খুশি। আনন্দের আতিশয্যে বাবা বলেই ফেললেন, ‘তুই স্কুল পাস করেছিস। সেই খুশিতে আজ থেকে তোকে ক্লাবে যাওয়ার অনুমতি দিলাম।’
ছেলে: না বাবা, এ আমি করতে পারি না।
বাবা: (খুশি হয়ে) কেন বল তো?
ছেলে: কারণ, এক বছর হল আমি ক্লাবে যাওয়া ছেড়ে দিয়েছি!