১। ট্রেন আস্তে আস্তে চলতে শুরু করলে একজন গ্রাম্য লোক লাফিয়ে তাতে উঠে পড়ল। উঠে দেখল কামরাটা প্রথম শ্রেণীর। সাহেবি পোশাক পরা এক ভদ্রলোক কামরার একমাত্র যাত্রী। গ্রাম্য লোকটি বলল, পরের স্টেশনেই আমি নেমে যাব, স্যার।
: এত কুণ্ঠা করছো কেন তুমি? এসো, গল্প করা যাক।
: আমি কী-ই বা জানি আর কী-ই বা বুঝি! জানি শুধু কয়েকটা ধাঁধা।
: তা হলে এস একটা বাজি হয়ে যাক। তুমি ধাঁধা বলবে আমি উত্তর দেব, তার পের আমি একটা বলল, তুমি উত্তর দিবে। তুমি বলছো, তুমি অশিক্ষিত! তাই তুমি জবাব দিতে না পারলে আমাকে পাঁচ টাকা দেবে আর আমি না পারলে দেব দশ টাকা।
: ঠিক আছে স্যার, একদান খেলে দেখা যাক। বলুন তো স্যার, কোন প্রাণীর তিনটি পা আছে এবং আকাশে উড়তে পারে?
সাহেব লোকটাকে দশ টাকা দিয়ে বললেন, পারছি না। তুমি বল তো কোন প্রানী?
লোকটা সাহেবের দেওয়া দশ টাকা থেকে পাঁচ টাকা ফিরিয়ে দিয়ে বলল, আমিও পারি না, স্যার।
(আরও পড়ুন: রবিবার মানে ছুটির দিন, রবিবার মানে মজায় থাকার দিন, পড়ুন দিনের সেরা ৫ জোকস)
২। বিচারক আসামিকে:
—নকল টাকা বানিয়েছিলেন কেন?
—আসল টাকা বানাতে শিখিনি বলে।
(আরও পড়ুন: আজ একটা বিন্দাস হাসার দিন! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, আর শনিবারে হাসুন প্রাণভরে)
৩। রাতের বেলায় হাবলু বেশ উত্তেজিত হয়ে চিকিৎসককে ফোন করেছে।
হাবলু: ডাক্তারবাবু, দয়া করে তাড়াতাড়ি একটু আমাদের বাড়ি আসুন। আমার স্ত্রী ব্যথায় উঠতে পারছে না। মনে হচ্ছে এটা অ্যাপেনডিসাইটিসের ব্যথা।’
চিকিৎসক: ভয়ের কোনও কারণ নেই। আমি সকাল হলেই আপনার বাড়ি পৌঁছে যাব।’
হাবলু: কিন্তু ডাক্তারবাবু, আমার স্ত্রীর অবস্থা যে খুবই খারাপ।
চিকিৎসক: (এবার একটু উত্তেজিত) কী বলছেন যা-তা! দুই বছর আগেই তো আপনার স্ত্রীর অ্যাপেনডিসাইটিস অপারেশন করে ফেলে দিয়েছি। তার তো আর অ্যাপেনডিসাইটিসের ব্যথা হতে পারে না। এটা অন্য কোনও ব্যথা।’
হাবলু: সবই ঠিক আছে। কিন্তু স্যার, আমি যে নতুন আরেকটি বিয়ে করেছি।
(আরও পড়ুন: সরস্বতী পুজো, সঙ্গে ভ্য়ালেনটাইনস ড! আজকের দিনে হাসতেই হবে, পড়ুন সেরা ৫ জোকস)
৪। মন্ত্রী আসছেন! বহু লোক জড়ো হয়েছে রাস্তার দুই পাশে। সবার হাতে ফুল, বিভিন্ন বক্তব্য লেখা প্ল্যাকার্ড। এমন সময় এক বৃদ্ধকে দেখা গেল প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে আছেন। প্ল্যাকার্ডে লেখা, ‘ধন্যবাদ, মন্ত্রী মশাই। আপনি আমার শৈশবটা সুন্দর করেছেন।’
লোকজন জিজ্ঞেস করল, ‘কী দাদু, আপনি এ কী লিখে এনেছেন? সবাই জানে, আপনি যখন ছোট ছিলেন, তখন ওই মন্ত্রীর জন্মই হয়নি।’
বৃদ্ধ বললেন, ‘সে জন্যই তো তাঁকে ধন্যবাদ দিচ্ছি!’
(আরও পড়ুন: হোক সোমবার, থাক কাজের চাপ, তবু আজ হাসার দিন! পড়ুন দিনের সেরা ৫ জোকস, থাকুন মজায়)
৫। বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিল এক তরুণ আর এক তরুণী।
তরুণ: বাহ্, লিপস্টিকের রংটা বেশ।
তরুণী: ধন্যবাদ।
তরুণ: কানের দুলটাও খুব সুন্দর।
তরুণী: ধন্যবাদ।
তরুণ: হাতের চুড়িগুলো খুব মানিয়েছে।
তরুণী: ধন্যবাদ দাদা।
তরুণ: বলছিলাম, তবু আপনাকে দেখতে একেবারেই ভালো দেখাচ্ছে না!