১। এক কিপটে গিয়েছে চিরুনি কিনতে। দোকানদারের কাছে গিয়ে বলল—
কিপটে: ভাই, আমার একটা নতুন চিরুনি দরকার। পুরনোটার একটা কাঁটা ভেঙে গিয়েছে কি না…।
দোকানদার: একটা কাঁটা ভেঙে গিয়েছে বলে আবার নতুন চিরুনি কিনবেন কেন? ওতেই তো চুল আঁচড়ে নেওয়া যায়।
কিপটে: না রে, ভাই, ওটাই আমার চিরুনির শেষ কাঁটা ছিল যে!
(আরও পড়ুন: রবিবার বিকেল আরও একটু মজাদার করে তুলুন! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস)
২। হলিউডের এক জন উঁচুদরের অভিনেতা তাঁর অভিনীত একটা ছবি দেখার জন্য স্ত্রীকে সিনেমা হলে গিয়ে ছবি দেখার জন্য বসলেন।
সিনেমার মাঝামাঝি জায়গায় নায়কের নায়িকার চুমু খাওয়ার একটা দৃশ্য দেখে অভিনেতার স্ত্রী অভিযোগ করলেন যে, আমি এতদিন তোমার সঙ্গে বিবাহিত জীবন যাপন করছি অথচ কখনও আমাকে তুমি অমন করে চুমো খাওনি।
অভিনেতা বললেন, ‘তুমি যদি জানতে যে এই একটি চুমু খাওয়ার জন্য তাঁরা আমায় কত টাকা পারিশ্রমিক দিয়েছে, তাহলে আর অমন অভিযোগ করতে না।’
(আরও পড়ুন: গরম কমেছে, এবার মন ঠান্ডা করতে পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, সন্ধ্যাটা হোক মজাদার)
৩। স্বামীর অনুপস্থিতিতে স্ত্রী তাঁর পুরানো প্রেমিকের সঙ্গে বসে গল্প করছিলেন। এমন সময় হঠাৎ স্বামী এসে পড়লে প্রেমিক আলমারির পিছনে লুকিয়ে গেলেন। ঘরের মেঝেতে চুরুট পড়ে থাকতে দেখে স্বামী রেগে আগুন। বলে উঠলেন, এই চুরুট কোথা থেকে এসেছে?
স্ত্রী কিছু বলতে পারলেন না দেখে স্বামী আরও রেগে গেলেন। স্বামী বললেন, তোমাকে বলতেই হবে এই চুরুট কোথাকার?
প্রেমিক বন্ধুটি সহ্য করতে না পেরে আলমারির পিছন থেকে বার হয়ে বললেন, ও তো চুরুট খায় না, ও কি করে জানবে এই চুরুট কোথাকার? আপনি তো খান, চিনতে পারছেন না যে এই চুরুট হাভানার?
(আরও পড়ুন: বৃষ্টি নেমে গরম কমেছে, এবার হাসির পালা! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, থাকুন আনন্দে)
৪। এক কিপটে লোক সেলুনে গিয়েছে।
লোকটি: তোমাদের এখানে কোন কাজের রেট কেমন ?
নাপিত: চুল কাটা বিশ টাকা, শেভ দশ টাকা ।
লোকটি: তা হলে আমার চুল শেভ করে দাও।
(আরও পড়ুন: রবিবার সকাল মানেই ফুল মস্তি! পড়ুন দিনের সেরা ৫ জোকস, আর থাকুন আনন্দে)
৫। পরিচারক: বাবু, একজন আপনাকে ডাকছেন।
গৃহকর্তা: কে তিনি?
পরিচারক: একজন চুলওয়ালা ভদ্র্রলোক।
গহকর্তা: বলে দাও যে, আমার এখন চুলের দরকার নেই।