১। স্ত্রী: আমি যা বলি তা তোমার এক কান দিয়ে ঢোকে, অন্য কান দিয়ে বেরিয়ে যায়।
স্বামী: আর আমি যা বলি, তা তোমার দু’কান দিয়ে ঢোকে আর খই ফোটার মতো মুখ দিয়ে তৎক্ষণাৎ বেরিয়ে যায়।
(আরও পড়ুন: সকাল সকাল হাসতেই হবে কিন্তু! বুধবারে জমিয়ে হোক মজা, পড়ুন দিনের সেরা ৫ জোকস)
২। ক্যাবলার দ্রুত গাছে ওঠা দেখে নিচ থেকে এক বন্ধু তাকে জিজ্ঞেস করল, ‘কী রে ক্যাবলা, তুই গাছের ওপর কী করিস?’
ক্যাবলা বলল, ‘আপেল খেতে এসেছি।’
এ কথা শুনে বন্ধুটি হাসতে হাসতে বলল, উঠেছিস আমগাছে আর বলছিস কিনা আপেল খাবি!’
‘আরে বোকা এতে দাঁত বের করে হাসার কী আছে? আমি তো দুটো আপেল পকেটে নিয়েই গাছে উঠেছি’—ক্যাবলার জবাব।
(আরও পড়ুন: আজ সকালে হাসতেই হবে, পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, আর থাকুন বিন্দাস)
৩। বারে ঢুকেই এক মাতাল ডবল হুইস্কির অর্ডার দিল। ওয়েটার বিনীতভাবে তাকে জানাল যে, সে এমনিতেই যথেষ্ট মাতাল, কাজেই আইন অনুযায়ী এবং মানবিক কারণে তাকে সে কোনও পানীয় দিতে পারবেন না বরং তাকে একটি ট্যাক্সি ডেকে দিতে পারে।
মাতাল বিরক্ত হয়ে বেরিয়ে গেল। কিছু ক্ষণ পরে সে আবার এসে উপস্থিত। এবারও ওয়েটার তাকে একই কথা বলল। এবং সে রাগে গজগজ করতে বেরিয়ে গেল। কিন্তু কিছু সময় যেতে না যেতেই সে আবার এসে উপস্থিত।
বিনয়ী ওয়েটার কোনও ঝামেলা না করে তৃতীয় বারের মতো তাকে একই কথা জানাল এবং ট্যাক্সি ডেকে সাহায্য করতে চাইল। মাতাল বেরিয়ে গেল।
চতুর্থ বারের মতো তাকে আবার বারে ঢুকতে দেখে ওয়েটার এগিয়ে গেল। ওয়েটারকে দেখে মাতাল চিৎকার করে উঠল, ‘দুনিয়ার সমস্ত বারেই কি তুমি কাজ কর?’
(আরও পড়ুন: ছুটির দিনে সকালে হাসতেই হবে, পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, থাকুন মনের আনন্দে)
৪। ‘চাকরি আছে’ এমন বিজ্ঞাপন দেখে বন অফিসে যোগাযোগ করতে গেল পল্টু। বন অফিসের কর্মকর্তা এদিক-ওদিক দেখে নিয়ে পল্টুর কানের কাছে এসে ফিসফিস করে বলল, ‘আপনার কাজটা খুবই গোপনীয়! শুনুন, আমাদের এখানকার বনে পশুপাখির সংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে, তাই পর্যটকের সংখ্যাও কম। পর্যটকদের আকর্ষণ করতে আমরা আপনাকে একটা বাঘের পোশাক পরিয়ে দেব, সেটা পরে আপনি বনে ঘুরে বেড়াবেন। রাজি আছেন কি না, বলেন?’ সাত-পাঁচ ভেবে নিয়ে পল্টু উত্তর দিল, ‘রাজি’!
অতঃপর বাঘ সেজে বনে ঘুরে বেড়ায় পল্টু। মাঝেমধ্যে দু-একটা মানুষকে ভয়ও দেখায়। ভারি মজায় দিন কাটছিল তার।
কিন্তু হঠাৎ একদিন! বনে ঘুরতে ঘুরতে বাঘরূপী পল্টু পড়ল এক ভালুকের সামনে! আর যায় কোথায়! ‘মা গো, বাবা গো’ বলে তার সে কী চিৎকার!
ধীর পায়ে পল্টুর দিকে এগিয়ে এল বিকট দর্শন ভালুকটা! পল্টুর কানের কাছে এসে ফিসফিস করে বলল, ‘চুপ করো গর্দভ! নইলে দুজনেরই চাকরি যাবে!’
(আরও পড়ুন: মেঘলা সকালে মন যেন খারাপ না হয়, পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, থাকুন ফুরফুরে মেজাজে)
৫। : আশ্চর্য, তোর সামনে দিয়ে সব ডাকাতি করে নিয়ে গেল আর তুই এ রকম শক্তসমর্থ দুটো হাত দিয়ে কিছুই করতে পারলি না?
: কী করে করব, আমি দুই হাত দিয়ে বাবার দুনলা বন্দুকটা ধরেছিলাম যে!