বাংলা নিউজ > টুকিটাকি > Bangla Jokes collection: হাসতে হাসতে পেটে খিল ধরে যাবে! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস

Bangla Jokes collection: হাসতে হাসতে পেটে খিল ধরে যাবে! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস

পড়ে নিন দিনের সেরা ৫ জোকস। 

Viral Bangla Jokes: পড়ে নিন দিনের সেরা ৫ জোকস। আর শুক্রবারের সকালটা হয়ে উঠুক দারুণ আনন্দের।

১। গেরস্তের তাড়া খেয়ে তিন চোর গিয়ে ঢুকল এক আলুর গুদামে। ঢুকেই তিন জন চটপট তিনটে আলুর বস্তার ভিতর ঢুকে পড়ল। ছুটতে ছুটতে গেরস্তও এসে ঢুকলেন আলুর গুদামে। কী মনে করে যেন হাতের লাঠি দিয়ে একটা বস্তায় খোঁচা দিলেন।

ভিতর থেকে শব্দ এলো, ‘ম্যাঁও’।

‘ওরে, আলুর বস্তায় কখনও বিড়াল থাকে?’ বলেই গেরস্ত বস্তার ভিতর থেকে প্রথম চোরকে পাকড়াও করলেন।

আর একটা বস্তায় খোঁচা দিতেই ভিতর থেকে শব্দ এল, ‘ঘেউ ঘেউ’!

‘ওরে, আলুর বস্তায় কখনও কুকুর থাকে?’ বলেই গেরস্ত বস্তার ভেতর থেকে দ্বিতীয় চোরকে পাকড়াও করলেন।

আরেকটা বস্তায় খোঁচা দিতেই এবার ভিতর থেকে শব্দ এল, ‘আলু, আলু’!

(আরও পড়ুন: হাসির চেয়ে ভালো ওষুধ আর কী আছে? সকালেই পড়ুন দিনের সেরা ৫ জোকস! হাসুন প্রাণভরে)

২। প্রথম বন্ধু: তোমার এত বইয়ের কালেকশন ? আর তুমি কি না এমন করে বইগুলি এখানে সেখানে ছড়িয়ে-ছিটিয়ে রেখেছ? এই ভালো ভালো বইগুলি আলমারিতে রাখা উচিত ।

দ্বিতীয় বন্ধু: উচিত জানি ! বই ধার পাওয়া যায়, কিন্তু আলমারি তো কেউ ধার দেয় না ভাই।

(আরও পড়ুন: ২ মিনিটে সব চাপ থেকে মুক্তি! পড়ুন দিনের সেরা ৫ জোকস, আর হয়ে যান ফুরফুরে)

৩। দুই বন্ধুর সংলাপ:

—মন খারাপ কেন তোমার?

—আমার বাসার আরশোলাগুলি প্রতিবেশীর আরশোলাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে।

—তাই নাকি! তো যুদ্ধের ফলাফল কী?

—আমার বাসার আরশোলারা জিতেছে।

—এ তো খুব ভালো খবর!

—ভালো খবর! কাল ওরা দুই হাজার যুদ্ধবন্দিকে নিয়ে এসেছে আমার বাড়িতে।

(আরও পড়ুন: কাজের মাঝেই হাসুন প্রাণভরে! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস)

৪। একটি সরু রাস্তার দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিল একজন। হঠাৎ বিপরীত দিক থেকে আর একটি গাড়ি এসে আর একটু হলেই ধাক্কা মেরে দিচ্ছিল।

সরি, আমি গাধাদের জন্য গাড়ি ঘোরাই না। নিজে ভুল করেও উদ্ধত ভঙ্গিতে বলল দ্বিতীয় গাড়ির ড্রাইভার।

কিন্তু আমি করি। বলে গাড়ি পিছোল প্রথম জন।

(আরও পড়ুন: রবিবার সকাল কাটুক চরম মজায়! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস)

৫। : আমার ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খবরটা আপনাদের কাগজে ছাপতে কত খরচ পড়বে?

: প্রতি ইঞ্চি ১০০ টাকা।

: সর্বনাশ ! আমার ভাই যে প্রায় ছয় ফুট লম্বা।

বন্ধ করুন