১। রসিকলাল বেজায় কৃপণ। একদিন তিনি গাড়িতে করে যাওয়ার সময় হঠাৎ বিশাল একটা ট্রাকের সঙ্গে সংঘর্ষ বেঁধে গেল। গাড়িটা দুমড়েমুচড়ে গেলেও প্রাণে বাঁচলেন রসিকলাল। পুলিশ ঘটনাস্থলে এসে দেখল, রসিকলাল বাবু গাড়ির পাশে বসে হাঁউমাঁউ করে কাঁদছেন, আর বলছেন, ‘আমার এত দামি গাড়িটার কী হলো গো…’
পুলিশ: আপনি তো ভাই অদ্ভুত লোক! গাড়ি না হয় গিয়েছে, কিন্তু আপনার হাতটা যে ভেঙেছে, সে খেয়াল আছে?
এতক্ষণে হাতের দিকে খেয়াল হলো রসিকলাল বাবুর। এবার আরও জোরে হাউমাউ করে কাঁদতে শুরু করলেন, আর বললেন, ‘ও ঠাকুর গো! আমার এত সাধের দামি রোলেক্স ঘড়িটা…’
(আরও পড়ুন: দু’মিনিটে মন হবে ফুরফুরে! শুধু সকাল সকাল পড়ে নিন দিনের সেরা ৫ জোকস)
২। গান গেয়ে প্রেমিকার প্রতি ভালোবাসা প্রকাশ করল প্রেমিক। তারপর গদগদ স্বরে বলল, প্রিয়তমা, কেমন গাইলাম বলো তো?
প্রেমিকা: তোমার তো টেলিভিশনে গান গাওয়া উচিত।
প্রেমিক: সত্যি?!
প্রেমিকা: হ্যাঁ। সে ক্ষেত্রে আমি অন্তত টিভিটা বন্ধ করে দিতে পারব।
(আরও পড়ুন: বৃষ্টি পড়েই চলেছে, কিন্তু আপনি হাসতে থাকুন! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস)
৩। চোর: জলদি, পুলিশ আসছে! জানালা দিয়ে লাফিয়ে পড়।
সহকারী: কিন্তু ওস্তাদ, আমরা যে এখন ১৩ তলায় আছি।
চোর: দূর গাধা! এখন কি কুসংস্কার নিয়ে মাথা ঘামানোর সময়?
(আরও পড়ুন: গণেশ পুজোয় মন থাকুক ফুরফুরে! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস)
৪। বিচারক: তুমি কেন গাড়িটি চুরি করেছিলে?
আসামি: আমি দেখেছিলাম গাড়িটি একটি শ্মশানের বাইরে দাঁড় করানো। তাই ভেবেছিলাম গাড়ির মালিকের আর এটা হয়তো দরকার নেই।
(আরও পড়ুন: বিশ্বকর্মা পুজোর দিনটি জমে উঠুক মজায়! পড়ুন দিনে সেরা ৫ জোকস)
৫। পরিচালক: পল্টু, তুমি নাকি তোমার সহ অভিনেতাকে কুৎসিত বলেছ?
পল্টু: কই? না তো!
পরিচালক: তাহলে? কী এমন বলেছ তুমি যে অভিনেতা রেগে আগুন হয়ে গেল?
পল্টু: আমি শুধু বলেছি, তোমাকে টিভির চেয়ে রেডিয়োতে ভালো দেখায়!