১। চঞ্চল পেশায় ধারাভাষ্যকার। সে স্ত্রীকে নিয়ে গিয়েছে চিকিৎসকের কাছে। তার স্ত্রীর চোখের তলায় কালি, খুব ক্লান্ত।
চিকিৎক: আপনার স্ত্রীর বিশ্রাম দরকার, তাই কিছু ঘুমের ওষুধ প্রেসক্রাইব করলাম।
চঞ্চল: এগুলো আমার স্ত্রীকে কখন খাওয়াব?
চিকিৎসক: এগুলো আপনার স্ত্রীর জন্য নয়, আপনার জন্য। বকবকানি থামিয়ে আপনি যাতে তাডাতাড়ি ঘুমোতে পারেন।
(আরও পড়ুন: সকাল সকাল প্রাণখুলে হাসুন, পড়ে নিন দিনের সেরা ৫ জোকস! মন ভালো হবেই)
২। সঞ্জু এসেছে চিকিৎসকের কাছে। চিকিৎসকের চেম্বারে ঢুকেই সঞ্জু বলল, ‘স্যর, আমি খুব বিপদে আছি। খাওয়ার পর আমার আর খিদে পায় না।’
চিকিৎসক বললেন, ‘তাই নাকি! তাহলে তো জটিল সমস্যা আপনার।’ এরপর একটু দাঁড়ান বলেই চিকিৎসক প্রেসক্রিপশন লিখে সঞ্জুকে বললেন, ‘এখানে দুটি ওষুধের নাম লেখা আছে। নিয়মমাফিক খেলেই ঠিক হয়ে যাবেন। আর শুনুন, এক নম্বর ওষুধটি খাবেন ঘুমোনোর পরে, আর দুই নম্বরটি ঠিক ঘুম থেকে জেগে ওঠার আগেই খাবেন।’
(আরও পড়ুন: উইকেন্ড তো এসেই গেল, এবার মজাই মজা! পড়ুন দিনের সেরা ৫ জোকস, হাসুন প্রাণভরে)
৩। শ্যামলবাবুর গাড়িটা বিগড়ে গেল একটা মাঠের পাশে। কিছুতেই ঠিক করা যাচ্ছে না। এমন সময় কোথা থেকে এক ঘোড়া এসে হাজির। ঘোড়াটা বলল, ‘আমার ধারণা, আপনার গাড়ির কার্বুরেটরে সমস্যা আছে।’
সে কী! ঘোড়া কথা বলে! ভূত-টুত না তো? শ্যামলবাবু ‘মা গো, বাবা গো’ বলে ঝেড়ে দৌড় লাগালেন!
ছুটতে ছুটতে দেখা হলো এক কৃষকের সঙ্গে। কৃষক বললেন, ‘কী হল দাদা, অমন উদ্ভ্রান্তের মতো ছুটছেন কেন?’
শ্যামলবাবু বললেন, ‘আর বলবেন না, আমার গাড়িটা মাঠের পাশে নষ্ট হয়ে গেল। এমন সময় কোথা থেকে এক ঘোড়া এসে বলে, ‘মনে হয় আপনার কার্বুরেটরে সমস্যা আছে!’ কী ভয়ানক ব্যাপার!’
কৃষক বললেন, ‘ঘোড়াটা কি লাল? গলার কাছে সাদা সাদা ফুটকি আছে?’
শ্যামলবাবু বললেন, ‘আজ্ঞে হ্যাঁ। আপনি কী করে জানলেন?’
কৃষক: ‘আরে ওটা তো আমার ঘোড়া বটকেষ্ট! আপনি নিশ্চয়ই ভুল শুনেছেন।’
শ্যামলবাবু: ভুল শুনিনি। বিশ্বাস করুন!
কৃষক: অসম্ভব। বটকেষ্ট আবার গাড়ি সম্পর্কে কী জানে!
(আরও পড়ুন: শনিবার মানেই হাফ ছুটির মজা! সঙ্গে থাকুক দিনের সেরা ৫ জোকস, হাসি যেন না থামে)
৪। ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়ে চাকরিটা চলে গেল পল্টুর। বিষন্ন মনে ঘরে ফিরল সে।
স্ত্রী সব শুনে তার মুখে হাসি ফোটবার জন্য বলল, বরাবরই তো দেখি আসছি তোমার মাইনের টাকার চেয়ে ঘুষের টাকাই বেশি। এবার থেকে না হয় ঘুষের টাকাতেই সংসার চলবে। এত ঘাবড়াবার কী আছে?
(আরও পড়ুন: রবিবার সকালে পড়ুন দিনের সেরা ৫ জোকস! ছুটির দিন দারুণ মজায় কাটুক)
৫। দুই বন্ধু সন্টু আর মন্টু গিয়েছে রেসের মাঠে। সন্টু তাগড়া দেখে একটা ঘোড়ার উপর বাজি ধরল।
কিন্তু রেস শুরু হতেই দেখা গেল, সন্টুর ঘোড়া সবার শেষে দৌড়োচ্ছে। তাতে মন্টু বলল, ‘কী রে তোর ঘোড়া তো একেবারে সবার শেষে!’
সন্টু: হ্যাঁ, দেখ কেমন একটা ঘোড়ার উপর বাজি ধরেছি। ঘোড়া তো নয় বাঘের বাচ্চা। সবাইকে কেমন তাড়া করে নিয়ে যাচ্ছে।