Shubho Naboborsho 1432:দেখতে দেখতে শুরু হয়ে গেল আরেকটি নতুন বছর। পুরাতন জীর্ণ সবকিছুকে পিছনে ফেলে ফের আরেকটা নতুন বছরের সূচনা আজ। ‘এসো হে বৈশাখ’ সুরে বাংলা নববর্ষের বন্দনার মাঝেই দিনটি শুরু হোক পরিচিত সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে। বাড়ির বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানানোর পাশাপাশি তাদের নতুন বছরে জানান আপনার শুভকামনা। নতুন বছরে তাঁদের ভালো চেয়ে মনের কথা এভাবে লিখে পাঠাতে পারেন। বাংলা নববর্ষের শুভেচ্ছাস্বরূপ সেরা দশটি শুভেচ্ছাবার্তার হদিশ রইল এখানে।
বাংলা নববর্ষের সেরা ১০ শুভেচ্ছাবার্তা
১. নতুন বছর শুরু হোক নতুনভাবে! নববর্ষের এই দিনে তোমাকে জানাই প্রাণভরা ভালোবাসা। শুভ নববর্ষ।
২. পুরনো দুঃখকষ্ট বাধাবিপত্তি ভুলে সবকিছু নতুন করে শুরু হোক। নতুন আশা বুকে নিয়ে এগিয়ে চলা যাক আগামীর লক্ষ্যে। শুভ নববর্ষ ১৪৩২
৩. পুরনো দিনের শ্রান্তি, ক্লান্তি ভুলে এগিয়ে চলা যাক নতুন স্বপ্ন অর্জনের লক্ষ্যে। নতুন বছর তারই সংকেত। শুভ নববর্ষ ১৪৩২।
৪. নতুন বছরের শুভ আলোয় তোমার জীবন আলোকিত হোক, যা কিছু না পাওয়া ছিল এতদিন, একে একে সব প্রাপ্তি হোক – শুভ নববর্ষ ১৪৩২!
শুরু হোক নতুন কিছু, নতুন ভোর, নতুন স্বপ্ন – শুভ নববর্ষ ১৪৩২!
৫. এসো হে বৈশাখ… নতুন বছরের আগমন আমাদের জীবনে অনেক আশা আকাঙ্খার সঞ্চার করে। শুভ নববর্ষ ১৪৩২।
৬. পয়লা বৈশাখের অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাই তোমাকে! আগামী দিনগুলো আরও রঙিন হোক, হোক মধুর আর আনন্দময়। শুভ নববর্ষ ১৪৩২।
৭. নতুন বছরের প্রণাম নিও। অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জেনো আগামী দিনের জন্য! তুমি ভালো থাক, এটাই কামনা করি। শুভ নববর্ষ ১৪৩২।
৮. দেখতে দেখতে শুরু হয়ে গেল আরেকটা নতুন বছর। এই বছরে যেন সব আশা, আকাঙ্খা পূর্ণ হয় তোমার, এটাই ঈশ্বরের কাছে আমার প্রার্থনা। শুভ নববর্ষ ১৪৩২।
৯. নতুন বছর আপনার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসুক। সকলের ভালোবাসা যেন আপনার জীবন জুড়ে থাকে। শুভ নববর্ষ ১৪৩২।
১০. ১৪৩২-এর পয়লা বৈশাখে সকলের মঙ্গল হোক, এটাই কামনা করি। তোমার জন্য রইল হৃদয়ভরা শুভেচ্ছা – শুভ নববর্ষ ১৪৩২!