সারা দিনই কাজের চাপ লেগেই আছে। মন তো আর সহজে ভালো হয় না। কিন্তু তার মধ্যেই তাজা হাওয়ার মতো আসতে পারে কয়েকটি হাসির ঘটনা। পড়ে নিন এমনই কয়েকটি জোকস, কে বলতে পারেন, দিনটি হয়তো হঠাৎ করেই সুন্দর হয়ে যাবে হাসতে হাসতে।
১। বৃদ্ধ বাবার ছেলে জেলে বন্দি। বাবা ছেলেকে জেলে চিঠি লিখলেন, ‘আমার অনেক বয়স হয়েছে। এত বড় জমিতে চাষ করা আমার পক্ষে সম্ভব না। তুই থাকলে একটু সাহায্য করতে পারতিস।’
ছেলে জেল থেকে বাবার চিঠির জবাবে লিখল, ‘তুমি ওই জমি খুঁড়তে যেও না । জমিতে আমি আমার সব চোরাই মাল লুকিয়ে রেখেছি।’
পরের দিন কয়েক জন পুলিশ গিয়ে পুরো জমি খুঁড়ে ফেলল। কিন্তু কিছুই পেল না। ছেলে আবার তার পরের দিন বাবাকে চিঠি লিখল, ‘বাবা, আমি জেলে থেকে তোমার জন্য এতটুকুই সাহায্যই করতে পারলাম। এখন শুধু বীজ লাগিয়ে দিও।’
(আরও পড়ুন: বাছাই করা ৫ জোকস, নিজে হাসুন, অন্যকে পাঠিয়ে হাসতে সাহায্য করুন)
২। বিচারক: ২০ টাকা পকেট মারার জন্য তোমার ১০০ টাকা জরিমানা করা হল। পকেটমার: আমার কাছে তোমাত্র ২০ টাকাই আছে, স্যর। বাকি টাকা এখনই এনে দিতে পারি, কিন্তু কিছু ক্ষণের জন্য ছাড়তে হবে।
৩। নতুন বছরের প্রথম দিন অফিসের বস অমিতকে বললেন, ‘গত বছর আপনি দারুণ কাজ করেছেন। এই নিন ১০ হাজার টাকার চেক।’
অমিত কৃতজ্ঞতা জানাতেই বসের বক্তব্য, ‘এ বছরও এমন ভালো কাজ করতে পারলে পুরস্কার আছে।’
অমিত: কী স্যর?
বস: আগামী বছর চেকে সই করে দেব!
(আরও পড়ুন: দিনের সেরা ৫ জোকস! পড়ে নিজে হাসুন, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে হয়ে যান চুটকি-চ্যাম্প)
৪। পল্টু রাতে বন্ধুদের সঙ্গে মদ্যপান করেছে। বাড়িতে ওদিকে বাবা বসে আছে। তাই চুপিচুপি বাড়ি ঢুকে পলটু বসে পড়ল ল্যাপটপ নিয়ে। যেন খুব ব্যস্ত।
কিছু ক্ষণ বাদে বাবা: পল্টু, তুই আবার মদ খেয়েছিস?
পল্টু: কই, না তো।
বাবা: তাহলে তুই সুটকেস নিয়ে কী করছিস?
৫। শিক্ষক: বলো তো পাপাই, পিপঁড়ে আমাদের কোন উপকারে আসে ?
পাপাই: পিপঁড়ে জানিয়ে দেয়, মা কোথায় মিষ্টির হাঁড়ি রেখেছে ।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)