বাংলা নিউজ > টুকিটাকি > Durga Puja: সর্বজনীন থেকে বিশ্বজনীন, বরানগর ছাত্র সম্মিলনীর পুজোয় আছে বড় চমক

Durga Puja: সর্বজনীন থেকে বিশ্বজনীন, বরানগর ছাত্র সম্মিলনীর পুজোয় আছে বড় চমক

বরানগর ছাত্র সম্মিলনীর পুজো

Durga Puja: উত্তর কলকাতার এই পুজো বহু বছরের, এবং বেশ বিখ্যাত। সেখানে এবার ইউনেস্কোর দেওয়া সম্মানের সূত্র ধরে সর্বজনীন থেকে বিশ্বজনীন থিম করা হয়েছে।

দুর্গাপুজো শুরু হয়ে গিয়েছে।। বরাবরের মতো এবারও শহরের বুকে সাবেক বনাম থিম পুজোর অঘোষিত যুদ্ধ দেখা যাবে। আন্তরিকতা থেকে আনন্দে সকলেই ভেসে যাবেন এই ক’টা দিন। দুঃখ, কষ্ট এগুলো কিছুই ঠিক এই সময়ের জন্য নয়। তার উপর এবার কলকাতার দুর্গাপুজোর মাথায় জুটেছে নতুন খেতাব। ইউনেস্কোর সম্মানে সে সম্মানিত হয়েছে। ফলে এবারের আনন্দ আরও বেশি। আর সেই কথাকেই মাথায় রেখে থিমের আয়োজন করেছে বরানগর ছাত্র সম্মিলনী দুর্গোৎসব।

কলকাতার উত্তরে এই দুর্গাপুজো অনুষ্ঠিত হয়ে থাকে। এবং এই অঞ্চলে এই পুজোটি বেশ পরিচিত এবং সমাদৃত বটে! এবার তাদের থিমে ছোঁয়া লেগেছে ইউনেস্কোর প্রদত্ত সম্মানের ভাবনা। তাই তো তারা আয়োজন করেছে সর্বজনীন থেকে বিশ্বজনীন থিমের।

এই ক্লাবের ভাবনায় মিশে রয়েছে দুর্গাপুজোর ইতিহাস থেকে বর্তমান সময়ের দারুণ মেলবন্ধন। যেহেতু ইউনেস্কোর এই থিমের হাত ধরেই বাঙালির দুর্গাপুজো, কলকাতার দুর্গাপুজো গোটা বিশ্বে ছড়িয়ে গিয়েছে, সেহেতু তারা এই ভাবনা ভেবেছে। এদের পুজোতে এবার ধরা পড়েছে দুর্গাপুজোর ইতিহাসের বৃত্তান্ত। থাকছে বর্তমানের কথা এবং ভবিষ্যতের ইঙ্গিত।

এই ক্লাবের পুজো প্রাঙ্গণে অন্যান্যবারের মতোই দেখা যাবে সবুজের ছোঁয়া। সঙ্গে মণ্ডপ সংলগ্ন মাঠে চলবে দেদার আড্ডা, এবং হইহই যেমনটা প্রতি বছর হয়ে থাকে। এছাড়া বিশিষ্ট শিল্পীরা আসবেন সাংস্কৃতিক অনুষ্ঠান করতে। ফলে পুজোর চারদিন এই ক্লাবের পুজো যে জমে উঠতে চলেছে সেটা বলাই বাহুল্য। কিন্তু এবারের পুজোর চমক কী জানেন এই ক্লাবের? একটি বৃদ্ধাশ্রমের কিছু আবাসিক আসতে চলেছে এই পুজোর অতিথি হয়ে।

তাই আপনার যদি উত্তর কলকাতার ঠাকুর দেখতে যাওয়ার পরিকল্পনা থেকে থাকে তাহলে অবশ্যই একবার এই পুজো থেকে ঘুরে যাবেন।

বন্ধ করুন