বাংলা নিউজ > টুকিটাকি > Guinness world record: ৮৫৬ ফুট থেকে ছুড়তে হবে বাস্কেটবল, শেষ পর্যন্ত এই ‘ডুড’এর কীর্তি ভাইরাল হল নেটে

Guinness world record: ৮৫৬ ফুট থেকে ছুড়তে হবে বাস্কেটবল, শেষ পর্যন্ত এই ‘ডুড’এর কীর্তি ভাইরাল হল নেটে

৮৫৬ ফিট থেকে ছুড়তে হবে বাস্কেটবল (Youtube)

৮৫৬ ফিট উচ্চতা থেকে ছুড়তে হবে বাস্কেটবল এবং অব্যর্থ নিশানায় সেটি পৌঁছে যাবে লক্ষ্যে। সম্প্রতি এমন একটি চ্যালেঞ্জই বেছে নিয়েছিলেন বিখ্যাত ইউটিউবার ডুড পারফেক্ট‌। ইউটিউবারের  প্রধান কাজই হল বিভিন্ন ধরনের উদ্ভট ও নতুন রকম চ্যালেঞ্জ গ্রহণ করা।

৮৫৬ ফিট উচ্চতা থেকে ছুড়তে হবে বাস্কেটবল এবং অব্যর্থ নিশানায় সেটি পৌঁছে যাবে লক্ষ্যে। সম্প্রতি এমন একটি চ্যালেঞ্জই বেছে নিয়েছিলেন বিখ্যাত ইউটিউবার ডুড পারফেক্ট‌। ইউটিউবারের প্রধান কাজই হল বিভিন্ন ধরনের উদ্ভট ও নতুন রকম চ্যালেঞ্জ গ্রহণ করা। ক্যামেরার সামনে সেই চ্যালেঞ্জগুলি জেতাই তাঁর বড় নেশা। বাস্কেট বল নিয়ে তাঁর নানা কায়দার ভিডিয়ো তিনি প্রায়ই আপলোড করেন তাঁর ইউটিউব চ্যানেলে। সেখানেই সম্প্রতি একটি ভিডিয়োতে দেখা যায়, ৮৫৬ ফিট উচ্চতা থেকে বাস্কেটবলকে লক্ষ্যে ছোড়ার চ্যালেঞ্জ নিয়েছেন তিনি‌। সেই চ্যালেঞ্জটি জেতার জন্য কী কী করেছেন সেই সমস্ত কিছুই ভিডিয়োতে ফুটিয়ে তোলেন ডুড পারফেক্ট। তবে তাঁর এই চ্যালেঞ্জ জেতার ভিডিয়ো ইউটিউবে চ্যানেলে আবদ্ধ থাকেনি, বরং পৌঁছে গিয়েছে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডের দরবারে। তাঁর কৃতিত্ব তাঁকে এনে দিয়েছে গিনিস রেকর্ডের শিরোপাও।

আরও পড়ুন: হাজার কেটে ছড়ে গেলেও ব্যথা লাগে না মোটে! কী এমন জাদু জানেন এই বৃদ্ধা

আরও পড়ুন: কুমির ভালোবাসতেন বড্ড! কিন্তু ছোট্ট এক ভুলেই কাল হয়ে দাঁড়াল কুমিরের পাল

লক্ষ্যে বাস্কেটবল ছোঁড়ার এই ভিডিয়োতে শুরুর দিকে নানারকম প্রস্তুতি নিতে দেখা যায়। এরপর ডুড পারফেক্ট দেখান তার সঙ্গে তার বন্ধুরাও রয়েছে এই চ্যালেঞ্জটি জেতার জন্য। উপরন্ত আরেক বন্ধুকেও ভিডিও কলে যুক্ত করে নেন তিনি‌‌। সেই বন্ধুটি তার উদ্ভট ইচ্ছের কথা শুনে বলেন এই কাজ বিজ্ঞানের নিরিখে একেবারেই অসম্ভব। যদি সত্যি ডুড সেটা করে দেখাতে পারেন, তাহলে তিনি বাস্কেটবল খেয়ে নিতে রাজি আছেন। এরপরই শুরু হয় ৮৫৬ ফিট উচ্চতা থেকে বাস্কেটবল ছড়ার চেষ্টা। নির্দিষ্ট লক্ষ্যে বাস্কেটবল ছুড়তে গিয়ে বারবার সে চেষ্টা ব্যর্থ হচ্ছিল। একের পর এক শট কেটে নতুন করে তা শুট করতে হচ্ছিল। সেই ঘটনাও দেখানো হয়েছে ইউটিউবের ওই ভিডিয়োতে। কিন্তু শেষ পর্যন্ত ডুড পারফেক্ট বাস্কেটবলটি নিখুঁতভাবে ছুঁড়তে সক্ষম হয় হুপের ভিতর।

এর সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জের পাশাপাশি গিনিস বুকের সেরার শিরোপা জিতে নেন ডুড। দুদিন আগে ভিডিয়োটি পোস্ট করা হয়। পোস্ট করার পর থেকেই ক্লিপটি ভাইরাল হয়ে গেছে। এখন পর্যন্ত, এটি প্রায় চার মিলিয়ন ভিউস পেয়েছে ভিডিয়োটি। কমেন্ট বক্সে এক অনুরাগীকে এও লিখতে দেখা যায়, ‘আমি আপনাকে প্রায় 8 বছর ধরে দেখছি এবং এটি আমার দেখা সেরা শট!’

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup 

বন্ধ করুন