বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণের জন্মদিনে উপলক্ষে প্রতি বছর পালন করা হয় জন্মাষ্টমী উৎসব। এই দিন শ্রীকৃষ্ণের সেবায় নিজেকে নিয়োজিত করেন ভক্তরা। প্রতিবছরের মত এই বছরও ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালন করা হবে শ্রীকৃষ্ণের জন্মদিন। চলতি বছর ২৬ আগস্ট পালন করা হবে জন্মাষ্টমী।
জন্মাষ্টমী উপলক্ষে প্রিয়জনকে পাঠান শুভেচ্ছা বার্তা
জীবনের সমস্ত কষ্টের একটাই ঠিকানা, শ্রীকৃষ্ণের চরণধূলি। তোমার জীবন শ্রীকৃষ্ণের আশীর্বাদে হয়ে উঠুক আনন্দময়, এই কামনা করার মাধ্যমে তোমাকে জানাই জন্মাষ্টমী শুভেচ্ছা বার্তা।
জীবনে কখনও ভেঙে পড়ো না, তোমার পাশে শ্রীকৃষ্ণ আছেন। কঠিন সময় তুমি ঠিক পেরিয়ে যাবে এই বিশ্বাস সব সময় রেখো মনে। তোমাকে জানাই জন্মাষ্টমীর শুভেচ্ছা।
(আরও পড়ুন: ইনস্ট্যান্ট কফিতে মন মজেছে আপনার? নিজের কতটা ক্ষতি করছেন সেটাও জানুন)
জন্মাষ্টমীর এই শুভ দিনে পৃথিবী থেকে মুছে যাক সমস্ত অমানবিকতা এবং অপরাধ, পৃথিবী হয়ে উঠুক সুন্দর। তোমাকে জানাই জন্মাষ্টমীর অনেক ভালোবাসা।
জন্মাষ্টমীর এই শুভ দিনে শ্রীকৃষ্ণের লীলা খেলায় মেতে উঠুক সকলে, সকলকে জানাই জন্মাষ্টমী শুভেচ্ছা।
জন্মাষ্টমী শুভক্ষণে তোমার সুস্বাস্থ্য এবং সাফল্য কামনা করি। তোমাকে জানাই জন্মাষ্টমীর শুভেচ্ছা।
আজ সোমবার, শিবের আরাধনা করার পাশাপাশি আজ নারায়ণের সেবা করারও দিন। তোমাকে জানাই জন্মাষ্টমী শুভেচ্ছা।
কৃষ্ণ তোমার মন থেকে মুছে দিক সমস্ত কষ্ট দুঃখ, এই কামনার সঙ্গে তোমাকে জানাই জন্মাষ্টমীর প্রীতি এবং শুভেচ্ছা।
আপনি যেখানেই যান কৃষ্ণ আপনার সঙ্গে থাকে, এই বিশ্বাস মনে রেখেই আপনাকে জানাই জন্মাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা।
(আরও পড়ুন: শর্ট স্কার্ট পরার জন্য ইন্টারভিউ থেকে বহিষ্কার করা হল এক মহিলাকে, ভাইরাল ভিডিয়ো)
যতই কঠিন সময় আসুক না কেন, শ্রীকৃষ্ণের ওপর বিশ্বাস রাখবেন সবসময়। আপনাকে জানাই শ্রীকৃষ্ণের জন্মদিনের শুভেচ্ছা।
আজ শ্রীকৃষ্ণের আরাধনার মধ্যেই জেগে উঠুক ভালোবাসা, আন্তরিকতা। তোমাকে জানাই জন্মাষ্টমীর প্রীতি এবং শুভেচ্ছা।