সকলেই জানেন, দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার হল জলখাবার। মানে, দিনের প্রথম খাবারটি। দিন যত এগোয় ততই হাল্কা খেতে হয়— এমনই বলেন চিকিৎসকরা। সেই কারণেই রাতে একেবারে হাল্কা খাবার খাওয়া, বেশি তৈলাক্ত খাবার খেতে বারণ করেন তাঁরা। এতে ঘুমের সমস্যা হতে পারে।
কিন্তু এমন খাবারও আছে, যেটি ঘুমোতে সাহায্য করে। পুষ্টিবিদ পূজা মাখিজা সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, একটি বিশেষ স্যান্ডুইচ ঘুমিয়ে পড়তে সাহায্য করে। শুধু তাই নয়, এই স্যান্ডুইচ ঘুমের আগে খেলে পরের দিন সকালে রীতিমতো তরতাজা থাকা যায় এবং এর ফলে প্রচুর শক্তিও পাওয়া যায়।
কী করে বানাবেন এই স্যান্ডুইচ?
কী কী লাগবে:
- পাউরুটি
- কলা
- লেটুস
- মারমাইট
কীভাবে বানাবেন:
- কলা ছোট ছোট করে কেটে নিন।
- পাউরুটি অল্প সেঁকে নিন।
- পাউরুটির ভিতরে প্রথমেই মারমাইট স্প্রেড লাগিয়ে দিন।
- তার পরে ভিতরে কলা এবং লেটুস রেখে স্যান্ডুইচ বানিয়ে ফেলুন।
কেন এই স্যান্ডুইচ খেলে উপকার পাওয়া যায়? পূজা বলেছেন, কলায় প্রচুর ম্যাগনেসিয়াও ও পটাসিয়াম থাকে। এটি পেশির পুষ্টি এবং বিশ্রামের জন্য খুব ভালো। তাই ঘুমের আগে কলা খেলে উপকার পাওয়া যায়। তাছাড়াও কলা এমন কিছু হরমোনের ক্ষরণ বাড়িয়ে দেয়, যেগুলি ঘুমোতে সাহায্য করে। আর মারমাইটে প্রচুর ভিটামিন B12 থাকে। এটিও ঘুমোতে সাহায্য করে।
তবে পূজার বক্তব্য, কারও পাউরুটি সমস্যা হলে, তিনি চায়ের মধ্যে মারমাইট গুলে নিয়েও খেতে পারেন। তাতেও উপকার পাবেন।