কাজের সূত্রে বা পড়াশোনার জন্য এখন অনেকের ভাই বা দাদারা (Bhai Phota 2024) থাকেন অনেক দূরে। খুব স্বাভাবিকভাবেই এই সময় মন খারাপ থাকে বোনদের। ভাইফোঁটায় ভাইদের কাছে না পাওয়ার যন্ত্রনা যে কতটা, তা শুধুমাত্র বোনেরাই বুঝতে পারে। কিন্তু স্মার্টফোনের যুগে এই কষ্টটাও দূর হয়ে যাবে এক নিমেষে। মুঠোফোনের মাধ্যমে ভাই বা দাদাকে পাঠিয়ে দিন শুভেচ্ছা বার্তা। কী লিখবেন সেটাও জেনে নিন।
১) অনেক দূরে থাকলেও তুই আমার মনের কাছে থাকবি সবসময়। তোকে জানাই ভাইফোঁটার অনেক শুভেচ্ছা।
২) ভাইফোঁটার শুভেচ্ছা জানাই দূর থেকেই। খুব ভালো থাকবি সবসময়।
৩) আজ এই শুভদিনে তোকে কাছে পাচ্ছি না ঠিকই, কিন্তু দূর থেকেই তোকে জানাই ভাইফোঁটার অনেক শুভেচ্ছা।
(আরও পড়ুন: ভাইফোঁটায় কেন দেওয়া হয় চন্দন, কাজল, দইয়ের ফোঁটা, আসল কারণ কী?)
৪) আজ এই শুভক্ষণে তোকে দূর থেকেই জানাই অনেক অনেক ভালোবাসা। শুভ ভাইফোঁটা।
৫) দূরে হোক বা কাছে, তুই সবসময় আমাকে আগলে রাখিস। এমনই থাক সারা জীবন। তোকে জানাই ভাই ফোঁটার অনেক অনেক শুভেচ্ছা।
৬) আমার জীবনে তোর মত একজন মানুষকে পেয়ে আমি খুব গর্বিত। এইভাবেই সফলতা আসুক তোর জীবনে। তোকে জানাই ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা।
৭) পড়াশোনায় আরও উন্নতি হোক, খুব তাড়াতাড়ি ফিরে আয়। ভাই ফোঁটায় তোকে খুব মিস করছি। খুব ভালো থাকিস। শুভ ভাইফোঁটা।
৮) সারা জীবন এই ভাবেই পাশে থাক। এই ভাবেই আগলে রাখ সব সময়। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোর সঙ্গে। শুভ ভাই ফোঁটা।
(আরও পড়ুন: ভাইফোঁটা ২০২৪-এ অটুট থাকুক এই বন্ধন, প্রিয় ভাইকে পাঠান শুভেচ্ছাবার্তা)
৯) ভাই ফোঁটার এই শুভক্ষণে তোকে বড্ড বেশি মনে পড়ছে। কাজ মিটিয়ে তাড়াতাড়ি ফিরে আয়। তোকে খুব খুব খুব ভালোবাসি। শুভ ভাইফোঁটা।
১০) ভগবান তোকে সমস্ত বিপদ থেকে রক্ষা করুন, এই কামনার মাধ্যমেই তোকে জানাই শুভ ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা।