গণেশ চতুর্থী দিয়ে যে উৎসবের সূচনা হয় সেই উৎসবের সমাপ্তি হয় ভাই ফোঁটার মধ্যে দিয়ে। ভাইফোঁটা সমাপ্ত হওয়া মানেই আবার ফিরে যাওয়া নিজের কাজে। ভাই বোনদের সম্পর্ককে আরও মজবুত করার জন্য প্রতিবছর ভাইফোঁটা পালন করা হয় বাঙালির ঘরে ঘরে। এই বছর আপনার ছোট্ট ভাই বা বড় দাদাকে ভাইফোঁটার শুভেচ্ছা বার্তা দিয়ে ভরিয়ে দিন আনন্দে।
১) আমার সবথেকে বড় বন্ধু হল ভাই। তোমাকে জানাই শুভ ভাইফোঁটা।
২) মা-বাবার পর যদি কেউ সব থেকে বেশি আপন হয়ে থাকে, সে হলো ভাই। তোকে জানাই শুভ ভাইফোঁটা।
৩) আজকের দিনে আমার তরফ থেকে তোকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। অনেক বড় হ, এই কামনাই করি।
(আরও পড়ুন: ৩০ লক্ষের বদলে হবু স্বামীর আয় মাত্র ৩ লক্ষ! পলকে বদলে গেল আচরণ!)
৪) আমার জীবনে তুই এমন একটা অংশ, যাকে ছাড়া আমি একেবারেই অন্ধ। তোকে জানাই শুভ ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা।
৫) আজকের এই শুভ লগ্নে তোকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা। এই ভাবেই যেন আমরা চিরকাল থেকে যেতে পারি। তোকে জানাই শুভ ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা।
৬) এই ভাবেই সব সময় আমাকে আগলে রাখিস। সব সময় যেন এই ভাবেই আমরা একসঙ্গে পথ চলতে পারি। তোকে জানাই শুভ ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা।
৭) দাদাভাই আমার জীবনে সবথেকে বড় উপহার। তোমার ছত্রছায়ায় যেন এই ভাবেই থেকে যেতে পারি সারা জীবন। তোমাকে জানাই শুভ ভাই ফোঁটার অনেক অনেক শুভেচ্ছা।
(আরও পড়ুন: এক ট্রিকেই সারাক্ষণ লাল হয়ে থাকছে গাল! এটা করা ভালো নাকি খারাপ)
৮) আমাকে সমস্ত বিপদ থেকে যে রক্ষা করে সে হলো আমার দাদা। তোমাকে জানাই ভাই ফোঁটার অনেক অনেক শুভেচ্ছা।
৯) এই পৃথিবীতে সব থেকে প্রিয় বন্ধু হলে তুমি। তোমাকে আমার অনেক ভালোবাসা।
১০) যমের দুয়ারে কাঁটা দিয়ে তোমার সমস্ত কষ্ট দূর করে যেন দিতে পারি আমি, তোমাকে জানাই শুভ ভাইফোঁটা