সম্প্রতি বিহার পুলিশ আন্ডার সার্ভিস কমিশন পরিদর্শক নিয়োগের ফলাফল প্রকাশ পেয়েছে। মোট ১২৭৫টি পদে নিয়োগ করা হয়েছে, যার মধ্যে ২ জন ট্র্যান্সম্যান ১ জন ট্রান্সওম্যান সহ তিনজন রূপান্তরকামীকে সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ করা হয়েছে। তৃতীয় লিঙ্গের মানুষদের কাছে এটি একটি বিশাল বড় সাফল্য।
ট্রান্সওম্যান মানবী মধু কাশ্যপ ভাগলপুরের একটি গ্রামের বাসিন্দা। তবে এই সাফল্যের জন্য মানবী তাঁর বাবা-মা সহ রেশমা প্রসাদকে ধন্যবাদ জানিয়েছেন। রেশমা বিহারের একজন সমাজকর্মী এবং প্রথম ট্রান্সজেন্ডার, যিনি প্রথম পাটনা বিশ্ববিদ্যালয়ের সিলেট সদস্য হয়েছেন।
(আরও পড়ুন: খুলে গেল নতুন দিগন্ত, এবার বিবাহিত, বিবাহবিচ্ছেদ হওয়া মেয়েরাও হতে পারেন মিস সিঙ্গাপুর)
২০২১ সালের জানুয়ারি মাসে বিহার সরকার পাটনা হাইকোর্টকে বলেছিল যে রাজ্যে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর নিয়োগে রূপান্তরকামীদের সংরক্ষণ দেওয়া হবে। প্রতি ৫০০ টি পদের মধ্যে একজন ট্রান্সজেন্ডারদের সংরক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছিল বিহার সরকার।
এই প্রসঙ্গে মানবী মধু কাশ্যপ বলেন, 'তৃতীয় লিঙ্গের মানুষ যে অন্যদের মতোই সমান যোগ্য, তা আরও একবার প্রমাণ হয়ে গেল। এইভাবে প্রতি পদে নিজেদের প্রমাণ করার লড়াই চালিয়ে যাবে তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা।'
(আরও পড়ুন: বিরল ‘রংকাট’ শাড়িতে নীতাকে সাজিয়ে তুললেন মণীশ মালহোত্রা, কী বৈশিষ্ট্য এই শাড়ির)
প্রসঙ্গত, গত বছরের সেপ্টেম্বর মাসে বিহার পুলিশের নিয়োগের জন্য ফর্ম দেওয়া হয়। ২০২৩ সালের ডিসেম্বর মাসে হয় প্রিলিমিনারি পরীক্ষা। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে হয় মূল পরীক্ষা। এরপর ১০ জুন থেকে ১৯ জুন পর্যন্ত সফল পরীক্ষার্থীদের শারীরিক পরীক্ষা নেওয়া হয়। ফলাফল চূড়ান্ত ঘোষণা করা হয় গত ৯ জুলাই।