দেখতে দেখতে এই বছরের দুর্গাপুজোর শেষলগ্ন আসন্ন। মায়ের বিদায়বেলা শুরু হয়ে গিয়েছে। আর কিছুক্ষণ পরেই শুরু হয়ে যাবে মায়ের বিসর্জন। এই লগ্নে পরিবারের সকলকে ও আত্মীয় স্বজনকে শুভেচ্ছা জানানোর রীতি। অনেকে ফোনে মেসেজ করে লিখেও পাঠিয়ে থাকেন শুভেচ্ছাবার্তা। কিন্তু কী লিখবেন বার্তা হিসেবে? এখানে থাকল সেরা ১০টি শুভেচ্ছাবার্তার খোঁজ।
বিজয়া দশমীর সেরা ১০টি শুভেচ্ছাবার্তা
১. শুভ বিজয়া! মায়ের আশীর্বাদে আপনার এবং আপনার পরিবারের জীবন ভরে উঠুক সুখ, শান্তি ও সমৃদ্ধিতে।
২. আসছে বছর আবার হবে! এই প্রতীক্ষার দিনে সকল বন্ধু, প্রিয়জন ও শুভাকাঙ্ক্ষীদের জানাই বিজয়া দশমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।
৩. দশমীর এই শুভক্ষণে, মা দুর্গা যেন আপনার জীবনের সকল দুঃখ দূর করে দেন। নতুন পথে এগিয়ে চলার জন্য শক্তি ও সাহস দিন। শুভ বিজয়া!
৪. মিষ্টি মুখে, মান-অভিমান ভুলে, সবাই মিলে হাসি-আনন্দে মেতে উঠুন। এই পবিত্র দিনে ভালোবাসা ও সম্প্রীতি বজায় থাকুক। শুভ বিজয়া দশমী।
(আরও পড়ুন - পুজোর দিনে মাংস রাঁধুন ঠাকুরবাড়ির স্টাইলে! রইল মাটন বিরিঞ্চির রেসিপি
আরও পড়ুন - পুজোয় পাতে মাংসের স্পেশাল পদ চাই-ই চাই? রইল ঠাকুরবাড়ি স্পেশাল পোস্ত মাটন কষা)
৫. মা দুর্গা যেমন অশুভ শক্তির বিনাশ করেছিলেন, আপনার ভেতরের সকল নেতিবাচকতাও বিলীন হোক। শুরু হোক শুভর পথে জয়যাত্রা। শুভ বিজয়া!
৬. ঢাকের সুর যখন বিদায়ের বার্তা শোনায়, মন তখন ভরে ওঠে এক বছরের অপেক্ষায়। আবার দেখা হবে—এই কামনা করে জানাই শুভ বিজয়ার প্রণাম ও ভালোবাসা।
৭. বিজয়া মানে শুধু দেবীর বিদায় নয়, এটি নতুন করে সম্পর্ক জোড়ার উৎসব। গুরুজনদের সশ্রদ্ধ প্রণাম এবং ছোটদের আন্তরিক স্নেহ। শুভ বিজয়া!
৮. শারদ উৎসবের শেষ লগ্নে, আনন্দ ও উৎসবের রেশ থাকুক সারা বছর। মা দুর্গার আশীর্বাদ চিরকাল আপনার সাথে থাকুক। শুভ বিজয়া দশমী ২০২৫।
৯. সুখের স্মৃতি রেখো মনে, মিশে থেকো আপনজনে। হৃদয়ের বন্ধন অটুট থাকুক। সকলকে জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা।
১০. আলোর খবর নিয়ে আবার এসো মা। তোমার বিদায়ের দিনে কামনা করি—সকলের জীবনে শান্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু আসুক। শুভ বিজয়া!