বাংলা নিউজ > টুকিটাকি > Bird flu symptoms in human: বার্ড ফ্লু মানুষের দেহে ছড়ালে কোন উপসর্গ আগে দেখা যায়? সতর্কতা নিয়ে কিছু দিক একনজরে

Bird flu symptoms in human: বার্ড ফ্লু মানুষের দেহে ছড়ালে কোন উপসর্গ আগে দেখা যায়? সতর্কতা নিয়ে কিছু দিক একনজরে

বলা হচ্ছে, যদি অনিয়ন্ত্রিভাবে আক্রান্ত পাখির সঙ্গে মানুষ সংস্পর্শে চলে আসে, তাহলে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু হতে পারে। মানুষ থেকে মানুষে এই ফ্লু ছড়িয়ে পড়ার ঘটনা খুবই কম দেখা যায়। এই ফ্লু ছড়িয়ে পড়ার বেশ কয়েকটি উপসর্গ দেখা যায়। দেখে নেওয়া যাক, এই বার্ড ফ্লুয়ের উপসর্গগুলি।