বাড়ির বাইরে রেখেছিলেন নামি কোম্পানির দামি ক্যাবিনেট। আশেপাশের মানুষ যদি নিতে চান, নিতে পারেন, এই আশাতেই। সম্পূর্ণ বিনামূল্যে এই ক্যাবিনেটটি দিতে চেয়েছিলেন মহিলা। এই ভালোমানুষির পরিণাম হল কঠিন। এক ধাক্কায় এবার ৫৫,০০০ টাকা জরিমানা দিতে হবে মহিলাকে। না দিলে জরিমানা আবার দ্বিগুণ করা হতে পারে বলে সতর্কও করে দেওয়া হয়েছে।
আসল ব্যাপারটা কী
ব্রিটেনের ঘটনা এটি, ইসাবেল পেপিন নামে এক মহিলার সঙ্গে ঘটেছে। তিনি একজন সিঙ্গল মা। ছেলের খেলনা রাখতেন ওই ক্যাবিনেটে। ব্যবহার করেছেন অনেকদিন ধরেই। যদিও নষ্ট হয়নি এটি। আগের মতোই ঝাঁ চকচকে রয়েছে। IKEA ক্যাবিনেট এটি। এটিকে বাড়ির বাইরে ক্যাবিনেট রাখার জন্যই ৫৫,০০০ টাকা জরিমানা দিতে হবে জেনে পেয়ে হতবাক হয়ে যান তিনি। নিজেই জানিয়েছেন যে ক্যাবিনেটটি বাইরে রাখার পাঁচ দিন পর, একজন কাউন্সিল অফিসার তাঁকে ক্যাবিনেটটি বাইরে রাখতে বারণ করেন। তখন এটিকে তিনি বাড়ির ভিতরে নিয়ে আসেন। ঠিক এর, তিন সপ্তাহ পরে, অন্য একজন অধিকর্তা তাঁকে জরিমানা করেন। এবং এও বলেন যে ১৪ দিনের মধ্যে টাকা না দিলে জরিমানা দ্বিগুণ হয়ে দাঁড়াবে।
আরও পড়ুন: (Viral Video: 'বৃষ্টি সবার জন্য রোম্যান্টিক নয়', বৃষ্টির মধ্যে খাবারের ডেলিভারি বয়কে দেখে চোখে জল নেটিজেনদের)
ফ্লাই-টিপিংয়ের জন্য নাকি এই জরিমানা করা হয়েছে। মানুষ অবৈধভাবে বর্জ্য বা অবাঞ্ছিত আইটেম বাইরে ফেলে রাখলে, তখন তাজে ফ্লাই-টিপিং বলে। স্কাই নিউজের মতে, পেপিন বলেছেন যে তার আশেপাশের অন্যদের ব্যবহারের জন্য জিনিসপত্র বাইরে রেখে যাওয়া স্বাভাবিক একটা বিষয়। তাই এর জন্য কাউন্সিলরকে জরিমানা দেওয়ার বিষয়টি অন্যায্য বলে দাবি করছেন তিনি।
কাউন্সিলর কাইরন উইলসন আবার বলেছেন যে আশেপাশের এলাকাগুলিকে পরিষ্কার রাখতে এই ধরনের ফ্লাই-টিপিংয়ের বিরুদ্ধে উদ্যোগ নেওয়া হয়। কাউন্সিলের হাউজিং এবং কমিউনিটি ডিরেক্টর কেলি ডিন উল্লেখ করেছেন যে ২২২৩ সালের এপ্রিল থেকে, তাঁরা ৭৩টি ফ্লাই-টিপিং জরিমানা জারি করেছেন। গত মাসেই ১৫ জরিমানা করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেছেন যে এপ্রিল ২০২৪ থেকে শুরু করে, সরকারি নিয়ম অনুসারে, প্রয়োজনে সর্বোচ্চ জরিমানার অঙ্ক প্রায় ১ লক্ষ টাকা পর্যন্ত দাঁড়াতে পারে।
আরও পড়ুন: (Wipro hybrid model: শুধু বাড়ি থেকে কাজ বন্ধ! কর্মীদের সপ্তাহে অন্তত ৩ দিন অফিসে আসার নির্দেশ দিল উইপ্রো)
পেপিন এদিকে স্পষ্ট বলেছেন, সমাজকে সাহায্য করার এবং দরকারি জিনিসগুলিকে পুনর্ব্যবহার ভালো উপায়৷ কেউ যখন ভাল অবস্থায় কিছু ফেলে দেয়, তখন তা অপচয় হয়৷ কিন্ত কোনও ব্যবহার করা জিনিস পুনরায় ব্যবহার করার জন্য বাইরে রাখা অপচয় হতে পারে না। এর জন্য যে জরিমানা করা হতে পারে, তা ভাবা যায় না। পেপিনের জরিমানার বিরোধিতা করেছেন তাঁর প্রতিবেশীরাও। একজন বাসিন্দা উল্লেখ করেছেন যে মানুষ বছরের পর বছর ধরেই, অন্যের ব্যবহারের জন্য জিনিসপত্র বাইরে রেখে আসছেন। পেপিন আরও বলেন যে কয়েকজন স্থানীয় কাউন্সিলর তাঁকে সমর্থন করছেন। পেপিন আশা করেন যে তাঁর জরিমানা বাতিল করা হবে।