গুরু-শিষ্যের সম্পর্ককে কলুষিত করা, বোধ হয় একেই বলে। নিজের নগ্ন ভিডিয়ো তুলে নাবালক ছাত্রকে পাঠালেন শিক্ষিকার। লজ্জার মাথা খেয়ে আত্মবিশ্বাসের সুরে এটাও বলেন যে তাঁকে সব ছেলেরাই চায়, এটা তিনি জানেন। নিউ সাউথ ওয়েলসের ৩৩ বছর বয়সী শিক্ষিকার এমন জঘন্য কাণ্ড দেখে চোখ কপালে উঠেছে পুলিশেরও।
ছাত্রকে ঠিক কী কী পাঠান অভিযুক্ত শিক্ষিকা
জানা গিয়েছে, ওই শিক্ষিকার নাম নাটালি অ্যারোয়োও। তাঁর ১৫ বছর বয়সী ছাত্রকে একটি নয়, নিজের বেশ কয়েকটি নগ্ন ভিডিয়ো পাঠিয়েছিলেন। এবং তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কের জন্য প্ররোচিতও করেছিলেন ওই ছেলেকে। ছাত্রকে ভিডিয়ো পাঠিয়ে বলেছিলেন যে তিনি তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়তে চান। শুধু তাই নয়, ওই শিক্ষিকা আরও বলেন- 'আমি দৃঢ়তার সঙ্গে বলছি, সব ছেলেই আমাকে পছন্দ করে। আমি এই বিষয়ে বাজিও ধরতে পারি।'
আরও পড়ুন: (International Health Coverage Day: সেরা মানের স্বাস্থ্য পরিষেবা বিশ্বের এই ১০ দেশেই মেলে! দেখে নিন তালিকায়)
প্রতিবেদনে আরও বলা হয়েছে, নাবালক যখন প্রথম তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক করতে অস্বীকার করে, ওই শিক্ষিকা হয়ে ওঠেন নাছোড়বান্দা। নিজের যৌন ক্রিয়াকলাপের বেশ কয়েকটি ভিডিয়ো ওই ছাত্রকে পাঠিয়ে তাকে উত্তেজিত করার চেষ্টা করেন। শেয়ার করেন নিজের গোপনাঙ্গের ভিডিয়োও। শুধু তাই নয়, ছাত্রকে আরও উত্তেজিত করতে শিক্ষিকা তাকেও নিজের গোপনাঙ্গ দেখাতে বলেন। বাড়িতে যখন কেউ থাকতেন না। ওই শিক্ষিকা তখন ছাত্রকে মেসেজ পাঠিয়ে বলতেন, তোমার কথা ভাবতে গিয়ে আমি আমার গোপনাঙ্গ স্পর্শ করেছি। তুমি বাড়িতে এসো, কারণ আমার স্বামী এই সময়ে বাড়িতে নেই।
আরও পড়ুন: (Darjeeling Zoo: শীতে এবার সিনা-মিনা, আর কারা এল দার্জিলিং চিড়িয়াখানায়? বেড়াতে গেলে মিস করবেন না)
সবটা জানাজানি হল কীভাবে
এই ধরনের অশ্লীল ভিডিয়ো ও মেসেজ পাঠিয়ে নিজের ছাত্রকে শারীরিক সম্পর্কের জন্য প্রস্তুত করার অভিযোগ উঠেছে ওই শিক্ষিকার বিরুদ্ধে।
বারংবার এইভাবে যৌন সম্পর্কে লিপ্ত হতে জোর দেওয়ার জন্য ওই নাবালক একজনকে সবটা খুলে বলেন। রিপোর্ট অনুসারে, সবটা জানতে পেরে ওই ব্যক্তিই ছাত্রের সঙ্গে নাটালি অ্যারোয়োর এই জঘন্য কাজের ব্যাপারে জানিয়ে নেন কর্তৃপক্ষকে। পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করলে, মহিলা প্রাথমিকভাবে অভিযোগ অস্বীকার করেন। কিন্তু পরে তিনি স্বীকার করে নেন।
নাবালক ছাত্রের কী দাবি
আদালতে লিখিত বিবৃতিতে কিশোরের দাবি, দিনগুলো আমার খুবই অস্বস্তির মধ্য দিয়ে কেটেছে। আমি উদ্বেগের সঙ্গে মোকাবিলা করেছি। আমি আমার বন্ধুদের সঙ্গে বাইরে যেতে চাওয়া বন্ধ করে দিয়েছিলাম এবং এখন সত্যিই বিরক্ত বোধ করছি কারণ এখন মানুষ আমাকে সেই ছেলে হিসাবে জানেন, যার সঙ্গে এটি ঘটেছে। অনেকেই আমায় নিয়ে রসিকতা করেছে।
বলা বাহুল্য, মহিলাটিকে আদালতে 'একজন কিশোরকে যৌন কার্যকলাপে লিপ্ত হওয়ার জন্য প্ররোচিত করা এবং তাঁকে যৌন কার্যকলাপে লিপ্ত করার' অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে।