অনলাইনে স্বামী খুঁজতে বেরিয়ে, যদিও একজনের সন্ধান মিলল, তাতেও আবার খুঁত। এ খুঁত পকেটের খুঁত। মহিলা এক ভেবেছেন, এক হয়েছে। আর তাতেই রেগে গিয়ে, সরাসরি অভিশাপ দিতেও ছাড়লেন না মহিলা।
ঠিক কী ঘটেছে
মহিলা জানতেন, ম্যাট্রিমোনিয়াল সাইটে খুঁজে পাওয়া তাঁর হবু স্বামীর মাসিক আয় ৩০ লক্ষ টাকা। খুবই আগ্রহী ছিলেন বিয়েতে। কিন্তু পরে যখন জানতে পারেন যে ৩০ লক্ষ নয়, তাঁর হবু স্বামীর বার্ষিক আয় মাত্র ৩ লক্ষ টাকা। রীতিমত রেগে আগুন হয়ে যান তিনি। তাঁদের কথাবার্তার স্ক্রিনশটটাই এদিন শেয়ার করে নিয়েছেন এক ব্যক্তি। তাঁর সঙ্গে ওই মহিলার বিয়ে হওয়ার কথা ছিল।
আরও পড়ুন: (শহর দাপানো শেষ হয়েছে বহু আগেই! তবুও স্মৃতি হিসেবে শেষ দোতলা বাস সংরক্ষণ করবে পরিবহন দফতর)
ভাইরাল স্ক্রিনশট দেখুন এখানে
আসলে, ওই ব্যক্তি হলেন সেভ ইন্ডিয়ান ফ্যামিলি ফাউন্ডেশনের একজন কাউন্সেলর। পুরুষের অধিকার নিয়ে কাজ করে এই সংস্থা। স্ক্রিনশট শেয়ার করে তিনি উল্লেখ করেছেন যে মহিলাটিকে ততদিন 'ভালো মনের' মনে হয়েছিল, যতক্ষণ না তিনি তাঁর সঠিক বেতন সম্পর্কে জানতে পারেন।
প্ৰথমে, মহিলাটি ওই ব্যক্তিকে দ্রুত বাগদান করতে বলেন। কিন্তু প্ৰথমে ব্যক্তিটি রাজি হন না। বলেন যে মহিলাটিকে জানার জন্য তাঁর আরও সময় লাগবে, কারণ এই নিয়ে তাঁরা দুজনেই দ্বিতীয় বিয়ে করছেন। কিন্তু মহিলা জোর দিতে থাকেন। জানান, 'অপেক্ষা করতে পারব না, নাহলে আমরা অন্য কাউকে খুঁজে নেব।' অবশেষে নভেম্বরের মাঝামাঝি সময়ে বাগদানে রাজি হন ওই ব্যক্তি। তারপরে তিনি মহিলাটিকে বলেন যে ভুলবশত তাঁর বেতনে অতিরিক্ত শূন্য যোগ করে ফেলেছিলেন। প্রোফাইলে টাইপিং মিসটেক হয়েছে।
ঝামেলা শুরু। এরপরেই, স্ক্রিনশটগুলি দেখায় যে ওই মহিলাটি এটি শোনার পরে খুব বিরক্ত হয়ে গিয়েছিলেন। এতটাই রেগে যান যে, ওই ব্যক্তিকে অভিশাপ দিতেও দুইবার ভাবেননি। অকথ্য ভাষাও আটকায়নি তাঁর মুখে। এদিকে, ওই মহিলার সম্পর্কে আরও একটা সত্য খুঁজে বের করে এনেছেন তিনি। বলেছেন, আমি ওই মহিলার ব্যাকগ্রাউন্ড চেক করার সময় জানতে পেরেছি যে এই মহিলা তার শ্বশুরবাড়ির বিরুদ্ধে একটি মিথ্যা মামলা নিষ্পত্তি করার জন্য ৮০ লক্ষ টাকা নিয়েছিলেন। অথচ আমাকে বলেছিলেন যে ডিভোর্সের সময় নাকি কোনও টাকাই পাননি।
আরও পড়ুন: (Food Vlogger Viral Video: ক্যামেরা বার করবেন না…ফুড ভ্লগারকে ঘাড়ধাক্কা রেস্তোরাঁর মালিকের, ভাইরাল ভিডিয়ো)
মহিলার মা-ও রীতিমত হুমকি দিয়েছেন
ওই মহিলার মায়ের কাছ থেকে আসা মেসেজের স্ক্রিনশটও শেয়ার করেছেন ব্যক্তি। মা রীতিমত হুমকি দিয়ে মেসেজে লেখেন, তিনি মেয়েকে প্রতারণা করার জন্য ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করবেন।
যাইহোক, পোস্টটি দেখে রীতিমত আকাশ থেকে পড়েছেন অনেকেই। একজন লেখেন, 'গোল্ড ডিগার, এরাই।' অন্যজনের দাবি, 'ঠিক করেছেন, সত্য ফাঁস করেছেন।'