প্রেমিকাকে আকৃষ্ট করতে নানান উপায় বের করতে পারেন প্রেমিকরা। বিশেষ করে যখন প্রেমদিবস দোরগোড়ায় দাঁড়িয়ে। এমন সময়ে নিজের জন্যই নতুন ব্যবসার সুযোগ তৈরি করে নিলেন ব্যক্তি। সবটা জানলে হাসি থামানো কঠিন হতে পারে।
মালয়েশিয়ার এক ব্যক্তি প্রেমিকার সামনে নিজেকে 'ভিলেন' হিসাবে দেখিয়ে দারুণ পরিষেবা দিতে চাইছেন। একেবারে সিনেমার মত করে। ইপোহ, পেরাকের ২৮ বছর বয়সী শাজালি সুলাইমান, সোশ্যাল মিডিয়ায় তাঁর 'ভিলেন টু হায়ার' পরিষেবার প্রচার করছেন৷ তিনি বলেছেন যে তিনি ক্লায়েন্টদের তাঁদের প্রেমিকার সামনে পাওয়ার দেখাতে এবং এইভাবেই পার্টনারদের উপর স্থায়ী ছাপ তৈরি করতে সহায়তা করতে পারেন।
আরও পড়ুন: (HT Bangla Exclusive: খাবার খেলেই বেরিয়ে আসছে পেটের ছিদ্র দিয়ে! জটিল রোগের সফল অস্ত্রোপচার কলকাতায়)
কীভাবে এই পরিষেবা দেওয়া হবে
নিজের বিশেষ পরিষেবা ব্যাখ্যা করে, সুলাইমান এই মাসের শুরুর দিকে একটি পোস্টে লিখেছেন, 'আপনার সঙ্গী কি আপনাকে দুর্বল ভাবেন! পর্যাপ্ত মূল্য দিলেই আমি তাঁদের ভুল প্রমাণ করতে সাহায্য করব।' এ ক্ষেত্রে একটি ভুয়ো পরিস্থিতি তৈরি করা হবে। যেখানে ওই ভাড়া করা ভিলেন গিয়ে ক্লায়েন্টের প্রেমিকাকে বিরক্ত করবেন। তারপরেই আসবে টুইস্ট। ক্লায়েন্ট ভিলেনকে সরিয়ে প্রেমিকার সামনে নিজেকে নায়ক প্রমাণ করতে পারবেন। শুধু তাঁকে সময় এবং স্থান বললেই হবে। তাঁর এই বিজনেস প্ল্যান নারীদের জন্যও উন্মুক্ত। 'মহিলারাও আমার সাহায্য চাইতে পারেন', সুলাইমান বলেছিলেন যে তাঁর পরিষেবা সবার জন্য।
কত টাকা চার্জ করছেন
সুলাইমান সপ্তাহের দিনগুলিতে তাঁর প্রাথমিক পরিষেবার জন্য প্রায় ১,৯৭৫ টাকা করে চার্জ করছেন এবং সপ্তাহান্তে ২,৯৬৩ টাকা করে চার্জ করেন। নিজেকে শক্তিশালী ভিলেন হিসাবে দেখাতে, তিনি চুল অগোছালো করে, মুখে একটি আস্ত সিগারেট ধরে নিজের একটি ছবি পোস্ট করেছেন।
আরও পড়ুন: (Viral News: ‘টায়ার ফেটে যাবে’ ওজন বেশি বলে যাত্রীকে গাড়িতে নিলেন না ক্যাবচালক! Viral Video)
এরই সঙ্গে সুলাইমান একটি গল্প শেয়ার করে বলেছেন, 'একবার প্রেমিক বাথরুমে গেলে আমি তার গার্লফ্রেন্ডকে 'বিরক্ত' করার ভান করেছিলাম। এরপর ওই প্রেমিক ফিরে এসে একজন নায়কের মতো আমার মুখোমুখি হয়।' তিনি নিশ্চিত করেছেন যে এই কাজটি ক্ষতিকারক নয়, ঠিক যেমন ডব্লিউডব্লিউই। কেউ আঘাত পান না, তিনিই একমাত্র 'পরাজয়' স্বীকার করেন।
পোস্টটি দেখে কে কী বলেছেন
পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ১,০০০ এর বেশি লাইক এবং অনেক মন্তব্য অর্জন করেছে। কয়েকজন বিজনেসের এই ধারণাটি পছন্দ করেছেন। একজন ব্যক্তি মন্তব্য করেছেন, 'এই পোস্টটি সেভ করে রাখলাম। আমি এটি পরে কাজে লাগাব।' আরও একজন লিখেছেন, 'ভাই কঠোর পরিশ্রম করছেন।' কিন্তু এক ব্যক্তি সন্দিহান হয়ে বলেছিলেন, 'যারা নিজেদের নায়ক হিসাবে প্রমাণ করার জন্য টাকা দিচ্ছেন, তাঁরা সম্ভবত সত্যিকারের জরুরী পরিস্থিতিতে পালিয়ে যাবেন। নকল নায়করা সবসময় নকলই হয়।'