বাংলা নিউজ > টুকিটাকি > Bizarre: এই গণিত শিক্ষক বিশ্বের ১৬৫ জন শিশুর বাবা! তাঁর কারণে আরও ১০ জন নারী এখন গর্ভবতী
পরবর্তী খবর

Bizarre: এই গণিত শিক্ষক বিশ্বের ১৬৫ জন শিশুর বাবা! তাঁর কারণে আরও ১০ জন নারী এখন গর্ভবতী

এই গণিত শিক্ষক বিশ্বের ১৬৫ জন শিশুর বাবা! (@cuteprofessor/Instagram)

Bizarre: ৫০ বছর পেরিয়ে গেলে আর বাবা হবেন না এই শিক্ষক। জানিয়ে দিয়েছেন নিজেই।

৫২ বছর বয়সী ইলন মাস্ককে ছাপিয়ে গিয়েছেন ৪৮ বছরের এই শিক্ষক। বিশ্বের ১৬৫ জন বাচ্চার গর্বিত বাবা তিনি। এখনও আরও ১০ জন নারীও বহন করছেন তাঁরই সন্তান। এই ব্যক্তির নাম অ্যারি নাগেল, আমেরিকার ব্রুকলিনে থাকেন তিনি। নাগেল পেশায় একজন গণিত শিক্ষক। এর পাশাপাশি আরও একটি বিশেষ কাজ করেন নাগেল। আসলে, স্পার্ম ডোনার হিসেবেও কাজ করেন তিনি। নিজেই বলেছেন, বিশ্বের প্রতিটি কোণে স্পার্ম ডোনেট করেছেন তিনি। এই কাজের জন্য তাঁর একটি বিশেষ নামও আছে, 'স্পারমিনেটর'।

জানা গিয়েছে, গত ১২ জুন, ১৬৫ তম সন্তানের জন্ম দিয়েছিলেন নাগেল। নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, তাঁর ১৬৫তম সন্তানের জন্মের পর অ্যারি বলেছিলেন যে তার ৫০ বছর বয়স হলে, তারপরই তিনি এই স্পার্ম ডোনারের কাজ বন্ধ করবেন। এর পিছনেও রয়েছে কারণ। ব্যক্তিটি আশঙ্কা করছেন যে ৫০ বছর বয়সের পর স্পার্ম ডোনেট করা উচিত হবে না। এর দরুণ, জন্মের পর শিশুর মধ্যে অটিজমের মতো গুরুতর মানসিক রোগ দেখা ফিতে পারে। উল্লেখ্য, আসন্ন অগস্ট মাসে ৪৯ বছর বয়স হবে অ্যারির।

আরও পড়ুন: (Sudha Murty: ৭৪ বছর বয়সে রাজ্যসভার সাংসদ সুধা মূর্তি, গর্বিত হয়ে আদরের ছেলে লিখলেন, 'মিসেস মূর্তি এবার দিল্লিতে)

প্রতি সপ্তাহে স্পার্ম ডোনেট করেন

প্রতিবেদনে বলা হয়েছে, অ্যারি প্রতি সপ্তাহে ১-২ জন মহিলাকে স্পার্ম দান করেন। এ জন্য তাঁরা অনেক ক্লিনিক ও হাসপাতালের সঙ্গে যোগাযোগ রাখেন। জানা গিয়েছে, নাগেলের প্রথম ছেলের বয়স ২০ বছর। তাঁর নাম টাইলার। নিজেদের সন্তানদের প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানিয়েছেন, বর্তমানে, আমেরিকা, কানাডা, এশিয়া, আফ্রিকা এবং ইউরোপের ১০ জন মহিলা তাঁর স্পার্মেই গর্ভবতী। জিম্বাবুয়ে এবং লং আইল্যান্ডেও জুলাই মাসে হতে চলেছে তাঁর পরবর্তী সন্তানের। আর ইসরায়েল এবং কুইন্সের শিশুরা অগস্ট মাসে জন্ম নেবে।

সন্তানদের সঙ্গে ঘন ঘন দেখা করেন

বিশেষ বিষয় হল অ্যারি তাঁর শতাধিক সন্তানের সঙ্গে যোগাযোগ করছেন। ফাদার্স ডে-ও উপভোগ করেছেন। স্পার্মিনেটর নিজেই বলেছেন যে তিনি তাঁর অনেক ছেলে মেয়ের সঙ্গেই ঘন ঘন দেখা করেন। তাঁর সন্তানদের মধ্যে ৫৬ জনই নিউইয়র্কে থাকেন। আর ২০ জন নিউ জার্সিতে এবং ১৩ জন কানেকটিকাটে থাকেন। যদিও, আবেগের সুরে তিনি আরও জানিয়েছেন যে অনেক মহিলাই চান না যে তিনি বাচ্চাদের সঙ্গে দেখা করুন। এরি বলেছেন যে তিনি প্রতিটি সন্তানের নাম, জন্মদিন, ঠিকানা এবং ফোন নম্বর সহ একটি স্প্রেডশীট সঙ্গে রাখেন সবসময়। তবে, একজন ভালো বাবা হওয়ার প্রশ্নে তাঁর উত্তর, আমি কখনওই আমার সন্তানদের জন্য ততটা ভালো বাবা হতে পারব না, যতটা আমার বাবা আমার কাছে ছিলেন।

Latest News

'ডাক্তারদের আন্দোলনের জন্য আমার ভাই চিকিৎসা পেল না, প্রাণটা গেল, জাস্টিস চাই' ১২ রানে আউট হয়েও সাঙ্গাকারার দুরন্ত রেকর্ড ভাঙলেন জো রুট, এলিট লিস্টে উঠলেন ছয়ে 'কেন ৩০ মিনিটের মধ্যে…' পলিগ্রাফ টেস্টে সঞ্জয়কে আর কী প্রশ্ন করা হয়েছিল? ‘অত্যাচারের সময় আমার মেয়েটা যখন মা-মা করে কাঁদছিল, সেই কান্নাটা রোজ কানে বাজে…’ পন্তের টেস্ট স্কোয়াডে ফেরা কার্যত পাকা, সোমবারই সুখবর পেতে পারেন বাংলার আকাশ দীপ প্রেমের বিয়েতে বাধা আসছে! রাধা অষ্টমীতে করুন এই কাজ, বাধা ঘুচবে শীঘ্র বিবাহ হবে ‘ব্রা-এর সাইজ জানতে চাওয়া’র অভিযোগ, আরজি কর কাণ্ডে পথে নেমে হুঁশিয়ারি জয়জিৎ-এর নদী থেকে উদ্ধার নার্সের দেহ, ধর্ষণ করে কি খুন?‌ বহরমপুরে চারদিন পর খোঁজ মিলল মমতার ফোনেও কাজ হল না, ইস্তফার সিদ্ধান্তে অনড় জহর! এবারও 'দেরিতে' হল অ্যাকশন? মিশনারি কলেজে গণেশ পুজো করতে গেল এবিভিপি, শোরগোল চরমে, পুলিশ এল ক্যাম্পাসে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.