থাকার জন্য পিজি খুঁজেছিলেন মহিলা। অবশেষে একটা যদিও বা খুঁজে পেয়েছিলেন, লাভ হয়নি। পড়ে গিয়েছিলেন অন্য বিপাকে। রীতিমতো অপমানজনক কাণ্ড ঘটে গিয়েছে মহিলার সঙ্গে, যা নিয়ে এখন হুলুস্থুল চলছে সোশ্যাল মিডিয়ায়।
ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। জানা গিয়েছে, বেঙ্গালুরু পুলিশ রবিবার এক মহিলার ফোন নম্বর অনলাইনে পোস্ট করার অভিযোগে একজন পেয়িং গেস্ট আবাসনের মালিককে গ্রেফতার করেছে। ওই ব্যক্তি অপমানজনকভাবে অনলাইনে প্রকাশ্যে দাবি করেছিলেন যে মহিলাটি একজন 'কল গার্ল'। এরপর থাকার জন্য পিজি খুঁজতে আসা মহিলার কানে, এমন কথা আপত্তিজনক খবর পৌঁছোতেই তিনি সরাসরি অভিযোগ করে পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন। এরপরেই জরুরি পদক্ষেপ করেছে পুলিশ।
আরও পড়ুন: (Optical Illusion and Eye Test: আপনার চোখ ভালো আছে তো? এই ছবিতে ১৫ সেকেন্ডে ব্যাঙটিকে খুঁজে পেলে নিশ্চিন্ত)
আসল ঘটনাটি কী
টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্তের নাম আনন্দ শর্মা। বয়স তাঁর ৩০ বছর। বেঙ্গালুরুর রাজাজিনগরের বাসিন্দা তিনি। শর্মা শিবানন্দ সার্কেলে ভি-স্টেয়েজ পিজি নামে একটি পিজির ব্যবসা করেন। কয়েকদিন আগেই এক মহিলা তাঁর কাছে বাসস্থানের জন্য যোগাযোগ করেছিলেন। এরপর নিয়ম অনুসারে, তিনি মহিলার কাছ থেকে অগ্রিম সংগ্রহ করেছিলেন। মহিলাটিকে ওই পিজি দেখে যাওয়ার কথাও বলেছিলেন। মহিলা এসে সবটা দেখেও, তাঁর এটি পছন্দ ছিল না। তাই টাকা ফেরত চেয়েছিলেন।
আরও পড়ুন: (চাকরি ছাড়তে মানা করায় ৪ দিন অন্ধকারে আটক কর্মচারীকে, অভিযোগ চিনা সংস্থার দিকে)
মহিলার এই ধরনের কারসাজি একেবারেই পছন্দ ছিল মালিকের। অভিযুক্ত তাই প্রতিশোধ নেওয়ার জন্য, মহিলাকে এখন কল গার্ল হিসাবে দাবি করে, তাঁর যোগাযোগের নম্বর অনলাইনে শেয়ার করে দিয়েছিলেন। এমনকি এ বিষয়ে একটি বিজ্ঞাপনও পোস্ট করে দিয়েছিলেন বলে জানা জানা গিয়েছে। এরপর মহিলার কাছে ক্রমাগত ফোন আসছিল। শেষমেশ রেগে গিয়ে, তিনি সরাসরি পূর্ব সিইএন থানায় পৌঁছে অভিযোগ দায়ের করেছিলেন। এরপরেই তদন্তে নেমেছিল পুলিশ। আইপি এড্রেস ট্র্যাক করে জানতে পেরেছিল যে এই কাজ করেছিলেন শর্মাই। তারপরেই অভিযুক্ত শর্মাকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে যে ইতিমধ্যেই অপরাধ স্বীকার করেছেন শর্মা। অভিযুক্তের মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। তিনি এই মুহূর্তে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন।