ডেটিং অ্যাপে নিজেকে জল্লাদ বলে দাবি করলেন ব্যক্তি। এই মার্কিনী ব্যক্তির পেশা অন্য। কিন্তু শখ জল্লাদের কাজ করা। নিজের ডেটিং প্রোফাইল গর্বের সঙ্গে এমনটাই জাহির করে বলেছেন নিজেই। যা দেখে হতচকিত নেটপাড়া।
মাইন্ডি এক্স-এ তাঁর প্রোফাইলের একটি স্ক্রিনশট শেয়ার করেছে। সেখান থেকেই জানা গিয়েছে যে ওই অদ্ভুত ব্যক্তি এখন নিউ ইয়র্ক সিটিতে থাকেন। ওই ব্যক্তি নিজেই জানিয়েছেন, সৌদি আরবে তিনি একজন জল্লাদ হিসেবে কাজ করেছেন। এদিন তিনি এও স্বীকার করেছেন যে তাঁর জল্লাদ হওয়াটা কারো জন্য অস্বস্তিকর বলে মনে হতে পারে। তবে এটি এখন তাঁর শখ হিসাবে রয়ে গিয়েছে। কারণ তিনি এখন আর সৌদি আরবে থাকেন না।
আরও পড়ুন: (চিনা পাড়া থেকে মরিশাস, কলকাতার মেয়ে ক্যাথরিনের বিশ্ব জয় হাকা কুইজিন নিয়ে)
ঠিক কী লিখেছিলেন ওই ব্যক্তি
'হ্যালো সবাই, আকর্ষণীয় মহিলাদের সঙ্গে দেখা হওয়ার আশায় রয়েছি।' তিনি নিজের সম্পর্কে বলতে গিয়ে আরও লিখেছেন, আমি একজন অর্গানাইজার এবং সৌদি আরবে একজন জল্লাদ হিসেবেও কাজ করি। যদি এটি শুনে আপনার ভয় লাগে, তাহলে আমি ক্ষমাপ্রার্থী। এটা অনেকটা শখের মতো এখন (আমি আর সৌদি আরবে থাকি না বলে, আমি আগের মতো কাজও করি না)'। তিনি আরও বলেন, তা ছাড়া আমি সিনেমা দেখতে, বাইরে যেতে, গান শুনতেও পছন্দ করি। নিজেকে আরও বর্ণনা করে, তিনি 'জল্লাদ, অর্গানাইজার এবং ব্যবসার মালিক' হিসাবে নিজের ডেটিং প্রোফাইল হাইলাইট করেছেন।
আরও পড়ুন: (Durga Puja 2024: রত্নগর্ভাদের ‘আলো’ই আলোকিত করছে কাশী বোস লেনের পুজো, থিমের নেপথ্যে বাংলার ইতিহাস)
নেটিজেনদের প্রতিক্রিয়া কেমন ছিল
বলা বাহুল্য, মাত্র একদিন আগে শেয়ার করা পোস্টটি অনলাইনে এখন ব্যাপক ভাইরাল হয়েছে। এটি ৭.৮ মিলিয়নেরও বেশি ভিউ জমা করেছে। মন্তব্য বিভাগে, যেখানে বেশ কয়েকজন ব্যবহারকারী হতবাক এবং অস্বস্তি প্রকাশ করেছেন, অন্যরা আবার হাস্যরসের সঙ্গেও প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন ব্যবহারকারী মজা করে লিখেছেন, 'আমার শখের মধ্যে রয়েছে গান শোনা, বাইরে যাওয়া, মানুষের মাথা কেটে ফেলা, সিনেমা দেখা।
একজন আবার রেগে গিয়ে বলেছেন, আমি এটা জানতে চাইনি য ফ্রিল্যান্স জল্লাদরা আমাদের সঙ্গে সঙ্গেই হাঁটছেন। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, 'মানুষকে মৃত্যুদণ্ড দেওয়াটা কীভাবে শখ হতে পারে, আপনি সত্যিই একজন সাইকোপ্যাথ ।প্রসঙ্গত, সৌদি আরব বিশ্বের একমাত্র দেশ যেখানে এখনও মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীদের মৃত্যুদণ্ড হিসাবে শিরশ্ছেদ করা হয়।