Viral News: ভালোবাসার টান কোনও বাধাই মানে না। সেখানে স্থান কি আর এমন বাধা হতে পারে! ব্রাজিলের ৫১ বছর বয়সি প্রৌঢ়া এই কথাই যেন প্রমাণ করে দিলেন। ভারতের এক যুবকের সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে উঠেছিল বেশ কিছু দিন ধরে। এবার তার টানেই নিজের দেশ ছাড়লেন রোজি নাইদ শিকেরা। ছত্তিশগড়ের ৩০ বছরের যুবক পবন গোয়েলের সঙ্গে তাঁর সম্পর্ক হয়েছিল ভারতে ঘুরতে আসার পর। তাঁকেই এবার বিয়ে করতে চান রোজি। প্রসঙ্গত, তিনি ইতিমধ্যে এক সন্তানের মা। তাঁর স্বামী ও ৩১ বছর বয়সী ছেলেকে ছেড়েই ব্রাজিল থেকে ভারতে আসার ইচ্ছে প্রকাশ করেছেন রোজি(Brazilian Woman Indian Boyfriend)।
আরও পড়ুন - রতন টাটাকে স্মরণ করে তৈরি মিষ্টি! কত দাম, কীভাবে পাবেন
ছেলের বয়সি প্রেমিক
রোজি ও তার ভারতীয় প্রেমিকের মধ্যে বয়সের তফাতও নেহাত সামান্য নয়। পবনের সঙ্গে তাঁর বয়সের তফাত প্রায় ২০ বছর। কিন্তু ভালোবাসা স্থান, কাল বা পাত্র কোনওটার জন্য আটকে থাকতে পারে না। এক্ষেত্রেও যেন তাই হল। ছেলের বয়সি প্রেমিকের সঙ্গে রোজির সম্পর্ক গভীর হতে থাকে ভারতে ঘুরতে আসার পর থেকে। সম্পর্ক পোক্ত হয় অনলাইন দুনিয়া অর্থাৎ সোশাল মিডিয়ায়। এবার সেই সম্পর্কই চূড়ান্ত পরিনতি লাভ করার অপেক্ষায়। বিয়ে করতে চলেছে এই দুজন। আর তাই নিজের দেশ, স্বামী ও ছেলেকে ছেড়ে রোজি ভারতে চলে আসছেন।
আরও পড়ুন - ‘বিরিয়ানিতে দেবে বলে নিয়ে যাচ্ছে…’ মাঝরাতে মালদায় কুকুর হাতে আটক ব্যক্তি
ভারতেই থাকতে চান রোজি
শুরুর দিকে দুজনের মধ্যে ভাষা একটি বড়সমস্যা ছিল বলে জানিয়েছেন রোজি। কিন্তু পরে সেই সমস্যাও ধীরে ধীরে কেটে যায়। দুজনের মধ্যে ভালোবাসাই প্রধান স্থান করে নেয় বলে জানান পবন। ব্রাজিল ছেড়ে বিয়ে করতে আসার পর নিজের সিদ্ধান্ত বদলে ফেলেছেন রোজি। তিনি ভারতেই থাকতে চান বলে জানিয়েছেন। স্থানীয় ডিস্ট্রিক্ট কালেক্টরকেও তাদের বিয়েতে নেমন্তন্ন করেছে পবন ও রোজি। বর্তমান রোজি ও পবনের পরিবার দিল্লিতে কিছুদিনের জন্য বাসরত। সেখানেই সব প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানা গিয়েছে।