Viral Video: মালাবদলের সময়ে ‘বেঁকে বসলেন’ কনে, তারপর…
১ মিনিটে পড়ুন . Updated: 21 Jan 2022, 07:49 PM IST- এক মিষ্টি ভিডিয়ো ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। পারুল গর্গ নামে একজন মেক আপ আর্টিস্ট ইনস্টাগ্রামে ভিডিয়োটি পোস্ট করেছেন।
বিয়ের ভিডিয়ো মানেই এখন সোশ্যাল মিডিয়া কনটেন্ট। সত্যি বলতে, এই বিশেষ দিনে বর-কনের মধ্যে খুনসুঁটি দেখতে সবাই ভালবাসেন। এমনই এক মিষ্টি ভিডিয়ো ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। পারুল গর্গ নামে একজন মেক আপ আর্টিস্ট ইনস্টাগ্রামে ভিডিয়োটি পোস্ট করেছেন।
ভিডিয়োতে শুরুতে দেখে একটি সাধারণ বিয়ের অনুষ্ঠান মনে হতে পারে। আর পাঁচটা বিয়ের মতোই সেখানে মালাবদল হচ্ছে। বর এবং কনেকে একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। তবে ভিডিয়োটির সবচেয়ে মজার মুহূর্তটি হল, যখন বর কনেকে মালা পরানোর চেষ্টা করেন।
আরও পড়ুন : Realme 9i: কম দামেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, ৪ জিবি RAM
নববধূ কার্যত তাঁর ফ্লেক্সিবিলিটির নমুনা দিলেন এই ভিডিয়োয়। বিয়ের লেহেঙ্গাতেও দিব্যি আর্চ করে দিলেন তিনি। সেটা দেখেই হাসির রোল ওঠে উপস্থিত অতিথি-পরিজনদের মধ্যে। নিঃসন্দেহে এটি বেশ মজার একটি মুহূর্ত।
দেখুন সেই ভিডিয়ো :
আপনার কাছে এরকম কোনও বিয়েবাড়ির মজার ভিডিয়ো আছে? থাকলে তা অবশ্যই শেয়ার করুন আমাদের সঙ্গে। কমেন্টে শেয়ার করুন আপনার মজার ভিডিয়ো।