ভারতীয়দের বিয়ে মানে উৎসবই। ডিজিটাল এই যুগে, নিজেদের মতো অনন্য স্টাইলে বিয়ের রীতিনীতি পালন করছেন অনেকেই। গরুর গাড়ি থেকে শুরু করে হেলিকপ্টার পর্যন্ত সব ধরনের যানবাহন ব্যবহার করে, বর বিয়ে করতে আসে, কনে শ্বশুরবাড়ি যায়। কিন্তু উত্তর প্রদেশের ঝাঁসির একটি পরিবার তাদের কনের বিদায়বেলায় জন্য আরও অনন্য কিছু করার সিদ্ধান্ত নিল, তা দেখেই আঙুল কামড়ে বসেছেন নেটিজেনরা।
আরও পড়ুন: (Special Butter Chicken: টমেটো সস দিয়ে তৈরি বাটার চিকেন! রেসিপিটা শিখে একবার বানিয়ে দেখবেন নাকি)
ভাইরাল ভিডিয়োতে কী দেখা গিয়েছে
উত্তর প্রদেশের ঝাঁসির এক বিয়েবাড়িতে ঘটে গেল অনন্য এক ঘটনা। রাকসা থানা এলাকার আজাদ নগরের বাসিন্দা রাহুল যাদব। এই যুবকের বিয়ে সকলের নজর কেড়ে নিল। ২০ ফেব্রুয়ারি করিশ্মার সঙ্গে রাহুলের বিয়ে হয়। বিয়ের মিছিল নিয়ে ঝাঁসিতে এসেছিলেন বর। বিয়ের পর শুক্রবার সকালে নব বড়বধূকে বিদায় জানানো হয়। আর এখানেই আসে গল্পের টুইস্ট। কনেকে গাড়ি বা পালকিতে নয়, দুই ডজন বুলডোজার দিয়ে কনেকে জানানো হল বিদায়। সবাই অবাক।
এতগুলো বুলডোজার রাস্তায় কী করছে, প্রশ্ন তুলে সামনে এগিয়ে যেতেই স্থানীয়রা তো হতবাক। বিশেষ করে যখন বুলডোজারের সামনে নব বড়বধূর গাড়িটি সামনে আসে, মুহূর্তটা ছিল দেখার মতো। ভাইরাল হয়ে গেল সেই ভিডিয়োই। বলা বাহুল্য, এই বিদায়ী অনুষ্ঠান স্থানীয় মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। কেবল বর-কনের জন্যই নয়, পরিবার এবং গ্রামবাসী উভয়ের জন্যই স্মরণীয় হয়ে থাকবে।
পরিবার কী বলছে
এ প্রসঙ্গে বরের কাকা জানিয়েছেন, লোকেরা কনেকে গাড়ি বা হেলিকপ্টারে করে বিদায় দেয়, কিন্তু যেহেতু আমাদের কাছে বুলডোজার আছে, তাই আমরা কনেকে বুলডোজার দিয়ে বিদায় করেছি। তিনি বলেন, বুলডোজার আমাদের কাছে সহজলভ্য ছিল, তাই এই ধারণাটি আমাদের মাথায় এসেছিল এবং আমরা তা করেছি।
বর রাহুলও বলেন, এই অনন্য আনুষ্ঠানিক বিদায় অনুষ্ঠানে তিনি খুবই খুশি। 'মানুষ যাতে এটি পছন্দ করে, সেই চিন্তা করেই আমরা এই কাজটি করার সিদ্ধান্ত নিয়েছি। উত্তর প্রদেশে বুলডোজার খুবই জনপ্রিয়।' স্ত্রী কারিশমারও একই দাবি।