বাংলা নিউজ > টুকিটাকি > বালতি না শাওয়ার? কোন জলে স্নান করা ভালো
পরবর্তী খবর

বালতি না শাওয়ার? কোন জলে স্নান করা ভালো

বালতির জল না কী শাওয়ারের জল, কোনটি বেছে নিতে চান আপনি? (pixabay)

Bathroom: স্নান করার সময় বালতির জল না কী শাওয়ারের জল, কোনটি বেছে নিতে চান আপনি? কোনও ভুল করছেন না তো?

শীতকালে একদিন অন্তর অন্তর স্নান করা গেলেও গরমকালে একদিনে অন্ততপক্ষে দুবার স্নান করা হয় যায়। তবে বাথরুমে স্নান করার ক্ষেত্রে এক একজনের পছন্দ এক এক রকম। কেউ কেউ বালতির জলে স্নান করতে ভালোবাসেন কেউ আবার শাওয়ারের জলে। অনেকে আবার বাথটবে স্নান করতে করতে বাথরুমে সময় কাটাতে ভালোবাসেন।

বালতির জল

প্রথমেই বলি চিরাচরিত বালতির জলের কথা। এখনও পর্যন্ত ভারতবর্ষের বেশিরভাগ বাড়িতে বালতির জলে স্নান করা হয়। গরমে সকালে বালতিতে জল ভরে রাখলে সেই জল বিকেলে হয়ে যায় ঠান্ডা, ফলে গা ধোয়ার সময় ঠান্ডা ঠান্ডা জল পেয়ে যান আপনি। তবে মনে রাখতে হবে, বালতির জল একদিনের বেশি জমিয়ে রাখা একেবারেই ভালো নয়। বেশি দিন বালতির জল সেখানে হতে পারে মশার বংশবিস্তার।

(আরো পড়ুন: বাচ্চা থেকে বুড়ো, ন্যাড়া হলেই কি চুল ডবল ঘন হয়? কী বলছে বিজ্ঞান)

শাওয়ারের জল

মোটামুটি সচ্ছল পরিবারের বাথরুমে আপনি পেয়ে যাবেন একটি করে শাওয়ার। এছাড়াও যে কোনও হোটেলের প্রায় প্রত্যেক বাথরুমেই থাকে শাওয়ারের ব্যবস্থা। তপ্ত গরমে শাওয়ারের তলায় দাঁড়িয়ে থাকার মজাই আলাদা। তবে মনে রাখতে হবে, শাওয়ারের জলে স্নান করতে গিয়ে আপনি কিন্তু অনেকটাই জলের অপচয় করে ফেলছেন।

বাথটবের জল:ss

মোটামুটি উচ্চবিত্ত পরিবারের বাথরুমে আপনি দেখতে পাবেন। ঠান্ডায় বাথটবে স্নান করতে করতে গান শোনা অথবা বই পড়ার মজাই আলাদা। তবে এক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে স্নান করার পর বাথটবের জল পরিষ্কার করে ফেলতে হবে কারণ বাড়িতে যদি ছোট শিশু থাকে তাহলে বড় দুর্ঘটনা হয়ে যেতে পারে যে কোনও মুহূর্তে।

(আরো পড়ুন:সৌদি আরবেও এবার ভয় দেখাচ্ছে নতুন করোনা! কেমন পরিস্থিতি সেখানে)

তিন দিক থেকে বিচার করলে বোঝা যায়, স্নানের দিক থেকে সবথেকে ভালো বালতির জলে স্নান করা। বালতির জলে স্নান করলে যেমন জল অপচয় হয় না তেমন বালতির জল সবসময় থাকে পরিষ্কার। আপনি চাইলে বালতির জলে গোলাপের পাপড়ি অথবা নিমপাতা ছড়িয়ে নিতে পারেন। অথবা দিয়ে দিতে পারেন এক টেবিল চামচ নারকেল তেল।

প্রসঙ্গত, বালতির জলে স্নান করা অবশ্যই ভালো কিন্তু মাথায় রাখতে হবে, মগ এবং বালতি দুটোই পরিষ্কার রাখতে হবে আপনাকে। ত্বকে কোনও রকম ইনফেকশন হলে আপনার বালতি আলাদা করে রাখবেন। স্নান হয়ে গেলে বালতি উপুড় করে রাখার চেষ্টা করবেন, যাতে টিকটিকি অথবা আরশোলা বালতিতে ঘোরাফেরা না করতে পারে।

Latest News

‘বিচার চাই’, আজমেঢ় শরিফে শ্রাবন্তী, শুনতে হল ধর্ম নিয়ে কটাক্ষ! নায়িকার সঙ্গী কে ডাক্তারদের খোঁটা! এরই মাঝে পরমব্রতর পর্ণশবরীর শাপ সিজন ২-তে জায়গা পেলেন কাঞ্চন অন্য প্রতিবাদ! নেই স্লোগান, নেই নড়াচড়া, পথে বসে হীরক রাজার দেশে দেখল বনগাঁ আপনি কী গর্ভবতী? স্ত্রীরোগ সচেতনতা দিবসে জানুন গর্ভাবস্থায় ভালো থাকার উপায় ‘দক্ষ মানুষদের কোণঠাসা করে রাখা হয় ভারতে,’ আমেরিকায় একলব্যের গল্প শোনালেন রাহুল বুমেরাং হল ব্যাজবল, নিশঙ্কার দাপটে ওভাল টেস্টে শ্রীলঙ্কার কাছে হার ইংল্যান্ডের সুপ্রিম কোর্টের শুনানি শেষ হতেই আরজি কর হাসপাতালে সিবিআই, রিপোর্ট তৈরিতে তৎপরতা বাবার সঙ্গে ভালো করে প্রস্তুতি নিয়েছিলাম, ম্যাচের সেরা হয়ে বললেন মুশির এক হাতে সন্তান, অন্য হাতে ফুড ডেলিভারি, সোনুর লড়াইকে বাহবা সোশ্যাল মিডিয়ার মুখ্যমন্ত্রীর উৎসবে ফেরার আহ্বান, অধরা বিচার!ক্ষোভ উগরে অঙ্কুশ লিখলেন 'আর ভালো…'

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.