বাংলা নিউজ > টুকিটাকি > Budget 2022: ব্যাঙ্কের বহু সুবিধা এবার পোস্ট অফিসেও, ATM বা Net Banking পরিষেবাও পাওয়া যাবে

Budget 2022: ব্যাঙ্কের বহু সুবিধা এবার পোস্ট অফিসেও, ATM বা Net Banking পরিষেবাও পাওয়া যাবে

পোস্ট অফিস পরিষেবা বদলাচ্ছে। (প্রতীকী ছবি)

পোস্ট অফিসকে এবার ব্যাঙ্কিং পরিষেবার মধ্যে নিয়ে আসা হচ্ছে। বাজেটে এমনই জানালেন অর্থমন্ত্রী। 

২০২২ সালের বাজেট দেশের পোস্ট অফিস পরিষেবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হল। কারণ এবারে পোস্ট অফিসকে ব্যাঙ্কিং পরিষেবার মধ্যে অন্তর্ভুক্ত করা হল। এমনটিই জানালেন অর্থমন্ত্রী। 

কী কী সুবিধা পাওয়া যাবে এর ফলে?

  • পোস্ট অফিসে যাঁরা টাকা জমা রাখেন, তাঁরা নেট ব্যাঙ্কিং পরিষেবার সুযোগ পাবেন। অনলাইনে টাকা পাঠাতে পারবেন তাঁরা।
  • মোবাইল ব্যাঙ্কিংয়ের সুযোগও পাওয়া যাবে এই পরিষেবায়।
  • এবার থেকে ATM ব্যবহার করেও পোস্ট অফিসের অ্যাকাউন্টে রাখা টাকা তুলতে পারবেন ব্যবহারকারীরা।

কৃষিজীবী এবং বয়স্কদের জন্য পোস্ট অফিস পরিষেবায় এই বদল অত্যন্ত কাজে লাগবে বলে মনে করা হচ্ছে। 

আইসিআইসিআই ব্যাঙ্কের অধিকর্তা livemint-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ভারতের অর্থনৈতিক অবস্থার উন্নতিতে এই পদক্ষেপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পোস্ট অফিসকে ব্যাঙ্কিং পরিষেবার মধ্যে নিয়ে আসার ফলে অবশ্যই লক্ষ্যের দিকে আরও এগোনো যাবে।

বন্ধ করুন