ভারতের নিজস্ব ডিজিটাল কারেন্সি হবে। মঙ্গলবার এ কথা জানিয়ে দিলেন অর্থমন্ত্রী। ব্লকচেনের মাধ্যমে এটি আনা হবে বলেও জানিয়েছেন তিনি। রিজার্ভ ব্যাঙ্কের তরফে আগামী অর্থবর্ষেই এই ডিজিটাল কারেন্সি বা Digital Rupee বা Central Bank Digital Currency চালু করার কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী।
২০২১ সালেই ব্যাঙ্ক নোট-এ মধ্যে ডিজিটাল নোট-কে অন্তর্ভুক্ত করার কথা শুরু হয়েছিল। অর্থমন্ত্রী তখনই বলেছিলেন, বিষয়টি নিয়ে ভাবতে হবে এবং সতর্ক ভাবে এগোতে হবে।
মঙ্গলবার বাজেট প্রস্তাবে সেই ভবিষ্যতের কথাই জানিয়ে দিলেন তিনি। বললেন, আগামী অর্থবর্ষেই ভারত পেতে চলেছে নিজস্ব ডিজিটাল কারেন্সি। এবার ডিজিটাল কারেন্সিকে আয়করের আওতায়ও আনা হচ্ছে ব
ক্রিপ্টোকারেন্স এই মুহূর্তে বিশ্বে অত্যন্ত আলোচিত বিষয়। গত কয়েক বছরে এই ডিজিটাল কারেন্সির জনপ্রিয়তা বেড়েছে। আগামী দিনে যে কোনও অর্থনীতিতে এটি বড় ভূমিকা পালন করতে চলেছে বলেও মনে করছেন অনেকে। এই অবস্থায় অর্থমন্ত্রীর এই প্রস্তাব নিঃসন্দেহে ভারতীয় অর্থনীতির জন্য বিরাট পদক্ষেপ— এমনই মনে করছেন অনেকে।
এ সম্পর্কে কাজ কত দূর এগিয়েছে এবং এর উদ্দেশ্য কী, সে প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেছিলেন, এটি অনেকেরই উপকার করবে। দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়েযেতে সাহায্য করবে।