আর কয়েক দিন পরেই পাঁচ রাজ্যে নির্বাচন। তার আগে ভোট টানার সবচেয়ে সহজ রাস্তা ছিল জনমোহিনী বাজেট করা। কিন্তু এবারে তেমন কোনও ইঙ্গিতই নেই। বরং মধ্যবিত্তের বিশেষ কোনও আর্থিক সুবিধা হয়নি বলে মনে করা হচ্ছে এই বাজেট থেকে। তা সে যে যাই বলুন না কেন, চেতন ভগত মনে করছেন, এটি অত্যন্ত ভালো পদক্ষেপ।
বাজেট ঘোষণার পরে নেটমাধ্যমে চেতন ভগত একটি পোস্ট করেছেন। সেখানে লিখেছেন, তাঁর মতে এটি অত্যন্ত বিচক্ষণ একটি বাজেট হয়েছে। জনমোহিনী করার উদ্দেশ্যে সহজে প্রচুর কিছু পাইয়ে দেওয়ার কোনও প্রতিশ্রুতি নেই এই বাজেটে। অর্থমন্ত্রীর এই নীতিটিরই প্রশংসা করেছেন লেখক।
বলছেন, ১০ দিন বাদেই একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। তার আগে এ ধরনের বাজেট খুবই প্রশংসনীয়।
এবারের বাজেটে কৃষিক্ষেত্রে যদিও প্রযুক্তির ব্যবহারে জোর দেওয়া হয়েছে। তাছাড়া আগামী দিনে ভারত নিজস্ব ডিজিটাল মুদ্রার দিকে যাচ্ছেও বলা হয়েছে। সব মিলিয়ে জনমোহিনী হওযার চেয়ে ডিজিটাল ভারত গড়ার দিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এবারের বাজেটে। এমনই মত অনেকের।