বাংলা নিউজ > টুকিটাকি > McDonald's special offer: পেঁয়াজ রসুন ছাড়াই বার্গার, শ্রাবণ মাসের স্পেশাল অফার আনল ম্যাকডোনাল্ড
পরবর্তী খবর

McDonald's special offer: পেঁয়াজ রসুন ছাড়াই বার্গার, শ্রাবণ মাসের স্পেশাল অফার আনল ম্যাকডোনাল্ড

শ্রাবণ মাসের স্পেশাল অফার আনল ম্যাকডোনাল্ড (pixabay)

McDonald's special offer: পেঁয়াজ রসুন ছাড়াই বার্গার, শ্রাবণ মাসের স্পেশাল অফার আনল ম্যাকডোনাল্ড। 

এই মুহূর্তে শ্রাবণ মাসের জন্য সারা ভারতবর্ষের বহু প্রান্তের হিন্দুরা উপবাস করছেন এবং নিরামিষ আহার করছেন। হাজার হাজার কিলোমিটার পেরিয়ে ভগবান শিবের মাথায় জল ঢালছেন ভক্তরা। শ্রাবণ মাসে ভগবান শিবের জন্ম হয় তাই এই মাসকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

গোটা শ্রাবণ মাস একাধিক বিধি-নিষেধ পালন করেন ভক্তরা। পেঁয়াজ-রসুন তো বটেই, গম, ডাল, লেবু সহ বেশ অনেক খাবার খান না ভক্তরা। এই শ্রাবণ মাসে যে সমস্ত মানুষ বাড়ির বাইরে খাবার খান, বা বলা ভালো যারা কাজের সূত্রে প্রতিদিন বাইরের খাবার খেতে বাধ্য হন তাদের জন্য নতুন একটি অফার নিয়ে এসেছে ম্যাকডোনাল্ড।

(আরও পড়ুন: 'টিফিনে বাচ্চাদের আমিষ খাবার দেবেন না' - নয়ডার স্কুলের নোটিশে ক্ষুব্ধ অভিভাবকরা)

এবার ম্যাকডোনাল্ডের তরফ থেকে শ্রাবণ মাসের জন্য একটি বিশেষ অফার নিয়ে আসা হয়েছে, যেখানে পেঁয়াজ রসুন ছাড়াই আপনি পেয়ে যাবেন বার্গার। গ্রাহকদের বিশেষ অনুরোধে ম্যাকডোনাল্ড নিয়ে এসেছে একটি বিশেষ অফার যেখানে আপনি পেয়ে যাবেন ভেজ ম্যাকচিজ বার্গার, ম্যাক আলু টিক্কি এবং একটি সম্পূর্ণ নিরামিষ কোলড্রিংস।

সম্প্রতি eat.around.the.city নামক Instagram অ্যাকাউন্ট থেকে এই অফারের একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, একজন মহিলা যিনি কিনা অফিসে বেরিয়ে নিরামিষ খাবারের খোঁজ করছেন, তিনি হঠাৎ করেই ম্যাকডোনাল্ডের এই অসাধারণ অফারটি খুঁজে পেয়েছেন।

ভিডিয়োয় আরও দেখানো হয়েছে, ম্যাকডোনাল্ডের প্রতিটি কিচেনে আমিষ এবং নিরামিষ রান্না করা হয় আলাদাভাবে। তাই শ্রাবণ মাসে এই সমস্ত নিরামিষ খাবার খাওয়ার ক্ষেত্রে কোনও রকম সমস্যা নেই। নিরামিষ খাবার আমিষ খাবারের সংস্পর্শে একেবারেই আসে না তাই সমস্যা হওয়ার কথা নয়।

তবে এই ভিডিয়ো দেখে মিশ্র প্রতিক্রিয়া এসেছে নেটিজেনদের কাছ থেকে। একজন যেমন লিখেছেন, ‘কেন একটি মাস আপনি নিজের লোভ সংবরণ করতে পারবেন না?’ অন্য একজন আবার লিখেছেন, ‘এই পবিত্র মাসে নিজের খাবারের ইচ্ছেকে সীমাবদ্ধ করা উচিত।’

(আরও পড়ুন: অলিম্পিক্সে PIN Trading কী? প্রায় চার দশক ধরে চলে আসছে এই ট্র্যাডিশন)

আবার একজন লিখেছেন, ‘শ্রাবণ মাসে ময়দা খাওয়া যায় না। এটি তো ময়দা দিয়েই তৈরি হয়। তাহলে কীভাবে এটি আপনি খাচ্ছেন?’ আবার একজন লিখেছেন, ‘শ্রাবণ মাসে ঘরোয়া খাবার খাওয়াই উচিত, এই একটি মাস বাইরের কোনও খাবার খাওয়া উচিত নয়।’

Latest News

২০২৫ সালে প্রথম চন্দ্রগ্রহণ কবে? কয়টি গ্রহণ রয়েছে আগামী বছর ! দেখে নিন তারিখ বাংলাদেশ সিরিজেই ৩টি বিরাট নজির গড়তে পারেন যশস্বী, ভাঙতে পারেন রাহানেদের রেকর্ড ধনু,মকর, কুম্ভ, মীনের মধ্যে আজ কারা লাকি? রইল ১৮ সেপ্টেম্বরের রাশিফল সিংহ,কন্যা, তুলা, বৃশ্চিকের মধ্যে আজ লাকি কারা? ১৮ সেপ্টেম্বরের রাশিফল রইল ভরা পূর্ণিমায় ২০২৪ সালের শেষ চন্দ্রগ্রহণ! ১৮ সেপ্টেম্বর গ্রহণ শুরুর সময় কখন? মেষ, বৃষ, মিথুন, কর্কটের ভাগ্যে আজ কী রয়েছে? দেখে নিন ১৮ সেপ্টেম্বরের রাশিফল চলবে কর্মবিরতি! রাত দেড়টায় ঘোষণা জুনিয়র ডাক্তারদের, ফের মমতার সঙ্গে বৈঠক চান মুখ্যমন্ত্রী আগে ঠিক কাজটা করলে আমার কোল খালি হত না, কেঁদে ফেললেন নির্যাতিতার মা চুক্তি লাগু নিয়ে দিল্লিতে মিটিং, যোগ দেবে তিপ্রা মোথা, দিন ঠিক হল সুনীতার স্বামী মাইকেল হিন্দু ধর্মে বিশ্বাসী! কেমন ছিল দুজনের প্রেমের গল্প

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.