বাংলা নিউজ > টুকিটাকি > Cactus band: দেখতে দেখতে ৩১ বসন্ত পার, ক্যাকটাসের জন্মদিন ঘিরে ‘অন্যরকম’ আয়োজন

Cactus band: দেখতে দেখতে ৩১ বসন্ত পার, ক্যাকটাসের জন্মদিন ঘিরে ‘অন্যরকম’ আয়োজন

বাংলা ব্যান্ড ক্যাকটাস

দেখতে দেখতে ৩১ টি বসন্ত পার করে ফেলল। ক্যাকটাসের জন্মদিন ঘিরে অন্যরকম এক আয়োজনে মাতল গোটা টিম। কী কী হল ওই দিন?

দেখতে দেখতে ৩১ টি বসন্ত পার করে ফেলল বাংলা ব্যান্ড ক্যাকটাস। আর সেই উপলক্ষেই আয়োজিত হল একটি বিশেষ রক্তদান উৎসব। যেহেতু ৩১টি বসন্ত পার, তাই ৩১ জন রক্তদান করলেন এই অনুষ্ঠানে। প্রসঙ্গত, ব্যান্ডের জন্মদিনের দিন রক্তদান উৎসব আয়োজন বরাবর হয়ে আসছে। এবারেও তার ব্যতিক্রম হয়নি।

(আরও পড়ুন: ওজন কমানো থেকে হার্ট ভালো রাখা, একটি ফলই নাকি পারে আয়ু বাড়াতে! নামটি কী)

২৪ অগষ্ট এই ৩১ বছরের পথ চলাকে টিম ক্যাকটাস সারাদিন ধরেই পালন করেছে। এই দিন সকালে চুঁচুড়াতে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়। সেখানে একত্রিশ জন রক্ত দিয়েছেন। ৩১ তম জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছিল ২৪ অগস্ট। চুঁচুড়া থেকে এই দিন টিম ক্যাকটাস চলে আসে বর্ধমানে। সেখানে বন্ধু ও ফ্যানেরা মিলে একটি অনুষ্ঠানের আয়োজন করে। বর্ধমান লোকসংস্কৃতি মঞ্চে ব্যাপক উদ্দীপনা নিয়ে চলে সেই অনুষ্ঠান। 

(আরও পড়ুন: কিছুতেই বেশিক্ষণ মন বসে না কাজে! কী করলে মনোযোগ বাড়বে? রইল ৪ উপায়)

প্রসঙ্গত, অনুষ্ঠানের ব্যাপক উদ্দীপনা নাড়া দেয় ক্যাকটাসের গোটা টিমকে। সংবাদ মাধ্যমকে তাঁরা জানান, আয়োজকদের উত্তেজনা এবং উদ্দীপনা দেখে খুবই আনন্দিত। একই সঙ্গে ব্যান্ড মেম্বাররা  জানান, ‘প্রতি বছর চেষ্টা করি রক্তদান শিবিরটা করতে। গানের পাশাপাশি সোশ্যাল ওয়ার্ক ও বিভিন্ন বিষয় প্রসঙ্গে সামাজিক সচেতনতা আমাদের দায়িত্ব। যা আমাদের নানা গান ও কাজের মধ্যেও বারবার ফিরে এসেছে।’

এই দিন তাদের কথায় ফুটে উঠছিল দীর্ঘ পথচলার ওঠাপড়ার মুহূর্ত। কথায় কথায় কখনও তৃপ্তি আবার কখনও ফ্রাস্টেশনের কথাও উঠে আসে! তবে এতদিন পরেও বাংলার শ্রোতারা গানে গানে গলা মেলান। সেটাকেই বড় প্রাপ্তি করে দেখছে ক্যাকটাসের টিম। সেই মর্মে এই দিন শ্রোতাদের ধন্যবাদও জানিয়েছে প্রসিদ্ধ বাংলা ব্যান্ড।

বন্ধ করুন