Can money buy happiness?: টাকা দিয়ে কি সুখ কেনা যায়? প্রশ্নটা অনেক দিনের। সম্প্রতি নোবেলজয়ী অর্থনীতিবিদ দেখিয়ে দিলেন টাকা দিয়ে সুখ কেনা যায় কিনা।
1/6টাকা দিয়ে কি আর সব সুখ কেনা যায়! মাঝে মাঝেই অনেককে হাহুতাশ করে এমন কথা বলতে শোনা যায়। সত্যিই টাকা দিয়ে সুখ কেনা যায় কিনা সেই নিয়ে অনেকে ধন্দে থাকেন। তবে সম্প্রতি একটি গবেষণা প্রমাণ করে দিল, হ্যাঁ, টাকাই সেই চাবিকাঠি। সুখ কিনতে টাকা লাগেই। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Freepik)
2/6নোবেলজয়ী অর্থনীতিবিদ ড্যানিয়েল কাহনেম্যান সম্প্রতি এই তত্ত্ব খাঁড়া করলেন। রীতিমতো পরীক্ষা করে দেখিয়ে দিলেন, হ্যাঁ, টাকা থাকলে অনেক সুখের অধিকারী হওয়া যায়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Freepik)
3/6২০১০ সালে ড্যানিয়েল কাহনেম্যান একটি সমীক্ষা করেছিলেন। যার ফলাফল ছিল চমকে দেওয়ার মতো। বছরে ৭৫ হাজার ডলার হাতে থাকলে সুখী হওয়া যায়। এমনটাই ছিল তাঁর ফলাফল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Freepik)
4/6সেই পরীক্ষার ফল দেখে একটি ক্রেডিট কার্ড বিক্রেতা সংস্থা তাদের কর্মীদের মাইনে বাড়িয়েও দিয়েছিল। বছরের মোট আয় বাড়িয়ে ৭০ হাজার ডলার করা হয়েছিল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Freepik)
5/6সাম্প্রতিক পরীক্ষায় ১৮ থেকে ৬৫ বছর বয়সিদের মধ্যে একটি সমীক্ষা করেন ড্যানিয়েল। তাদের সবার বছরে ন্যুনতম আয় ছিল ১০ হাজার ডলার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Freepik)
6/6‘খুব খারাপ’ থেকে ‘খুব ভালো’ এর মধ্যে রেটিং করতে দেওয়া হয় সেই সমীক্ষায়। তাতেই দেখা যায়, সুখ কিনতে মোট ৫ লাখ ডলার বাৎসরিক আয় দরকার এখন। ভারতীয় টাকায় যা ৪ কোটির সমান।তবে গবেষক ম্যাথিউ কিলিংসওয়ার্থ জানান, টাকা সুখের গোপন রহস্য নয়। সুখ কিনতে কিছুটা সাহায্য করে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Freepik)