বাংলা নিউজ > টুকিটাকি > Diabetes and Blood Donation: ডায়াবিটিসে আক্রান্তরা কি রক্তদান করতে পারেন? কী বলছে নিয়ম

Diabetes and Blood Donation: ডায়াবিটিসে আক্রান্তরা কি রক্তদান করতে পারেন? কী বলছে নিয়ম

ডায়াবিটিসে আক্রান্তরাও কি রক্তদান করতে পারবেন? (Unsplash)

Diabetics with controlled disease can donate blood: ডায়াবিটিসে আক্রান্ত হলেও রক্তদান সম্ভব। কিন্তু মনে রাখতে হবে একটি নিয়ম। 

ডায়াবিটিসে আক্রান্তরা কি রক্তদান করতে পারেন? এই নিয়ে নানা ধরনের মতামত আছে। কারও কারও মনে ডায়াবেটিকরা মোটেই রক্তদান করতে পারেন না। আর সেই কারণেই ডায়াবিটিসে আক্রান্ত অনেককেই রক্তদান শিবির থেকে ফিরিয়েও দেওয়া হয়। এটাই কি নিয়ম?

National Aids Control Organization (NACO) –এর নিয়ম বলছে, ডায়াবিটিসে আক্রান্তরাও রক্তদান করতে পারেন। তবে একটি কথা মন রাখতে হবে, তাঁদের যদি ডায়াবিটিস মাত্রাতিরিক্ত ভাবে বেড়ে যায়, তাহলে রক্তদানের ক্ষেত্রে সমস্যা হতে পারে। National Aids Control Organization (NACO) –এর তরফে বলা হয়েছে, ডায়াবিটিস মোটেই রক্তের মাধ্যমে একজনের শরীর থেকে অন্য জনের শরীরে যেতে পারে না। তাই এই রোগে আক্রান্ত হলেও রক্তদানের ক্ষেত্রে কোনও বাধা নেই। পাশাপাশি এটিও বলা হয়েছে, ডায়াবিটিসের সঙ্গে যাঁদের orthostatic hypotension, infection, neuropathy বা vascular disease-এর মতো সমস্যা আছে, তাঁরা রক্তদান করতে পারবেন না। ডায়াবিটিস এক্ষেত্রে সমস্যা নয়, কিন্তু তার সঙ্গে থাকা অন্য অসুখগুলি বিপদের আশঙ্কা অনেকটা বাড়িয়ে দেয় বলে এই নিয়ম। 

১৪ নভেম্বর সারা বিশ্বে ডায়াবিটিস দিবস পালিত হয়। এই দিন ডায়াবিটিস সম্পর্কে সচেতনতা বাড়াতে নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়।  তারই মধ্যে বহু চিকিৎসককেই সংবাদমাধ্যমের তরফে এই প্রশ্ন করা হয়েছিল। তাঁরা উত্তরে জানিয়েছে, রক্তদান থেকে ডায়াবিটিস রোগীদের বিরত রাখার কোনও অর্থ নেই। কারণ এক জনের শরীর থেকে ডায়াবিটিস অন্যজনের শরীরে পৌঁছোতে পারে না। ফলে রক্তদানের ক্ষেত্রে বাধা থাকার কথা নয়। একমাত্র ডায়াবিটিসে আক্রান্ত মানুষটি যদি কোনও কারণে অন্য কোনও জটিল ব্যাধীতে আক্রান্ত হন, তাহলেই তাঁধের রক্তদান থেকে বিরত থাকতে হবে।

বন্ধ করুন