চিনে আবার বাড়ছে করোনা। এই নিয়ে রীতিমতো আতঙ্কে সমস্ত মহল। তাই আবার নতুন করে করোনা টিকা নিয়ে ভাবনা শুরু হয়েছে। এরই মধ্যে বড় খবর এসে গেল। জানানো হলো এবার থেকে নেওয়া যাবে, ন্যাজাল ভ্যাকসিন। মানে নাক দিয়ে টানা টিকা।
ইতিমধ্যেই যাঁদের কোভিডের দু’টি টিকা নেওয়া হয়ে গিয়েছে, এবং তার উপর বুস্টার ডোজ নেওয়া হয়েছে তাঁরা কি পাবেন এই ন্যাজাল ভ্যাকসিন? এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই নানা রকম প্রশ্ন উঠতে শুরু করেছে? কি বলছেন বিশেষজ্ঞরা? দেখে নেওয়া যাক।
সম্প্রতি বাজারে এসেছে ন্যাজাল ভ্যাকসিন। এর কার্যকারিতা প্রসঙ্গে চিকিৎসকরা খুবই আশাবাদী। তাঁরা বলছেন, যেহেতু নাক দিয়ে টানা হবে এই টিকা, তাই এটি খুব সহজেই শ্বাসযন্ত্রের উপর প্রভাব বিস্তার করবে। অর্থাৎ করোনাভাইরাস ঠিক যেখানে সংক্রমণ ঘটায়, সেই অঙ্গগুলির উপর সরাসরি কাজ করবে এই টিকা। এখনও পর্যন্ত যে ধরনের টিকা দেওয়া হয়, এটি তাদের থেকে কোনও অংশে কম কার্যকর হবে না বলেও মনে করছেন তাঁরা।
এহেন পরিস্থিতিতে সেই প্রশ্ন ঘুরে ফিরে এসেছে। যাঁদের বুস্টার ডোজ নেওয়া হয়ে গিয়েছে, তাঁরা কি পারবেন এই টিকা নিতে? প্রশ্নের উত্তর দিয়েছেন বিশেষজ্ঞরা। সংবাদমাধ্যমকে তাঁরা জানিয়েছেন, যাঁদের ইতিমধ্যেই বুস্টার ডোজ নেওযা হয়ে গিয়েছে, অর্থাৎ প্রথমে দু’টি টিকা এবং তার উপর একটি টীকা নেওয়া হয়ে গিয়েছে, তাঁরা আর ন্যাজাল ভ্যাকসিন নিতে পারবেন না।
কেন পারবেন না? কারণ এখনও পর্যন্ত ভারতে টিকা নেওয়ার প্রক্রিয়াটি সম্পূর্ণরূপে কোউইন অ্যাপের মাধ্যমে পরিালিত হয়। সেই কোউইনে এখনও চতুর্থ টিকা বা দ্বিতীয় বুস্টার টিকা নেওয়ার কোনও সুযোগ নেই অর্থাৎ যাঁরা দ্বিতীয় টিকার পরে একটি বুস্টার হিসাবে তৃতীয় টিকাটি নিয়েছেন, তাঁদের পক্ষে এখনই চতুর্থ টিকা নেওয়া সম্ভব হবে না। তাই ন্যাজাল ভ্যাকসিন নেওয়ার সুযোগ তাঁদের এই মুহূর্তে নেই।
যদিও টিকা প্রক্রিয়াতে আগামী দিনে বদলাতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের অনেকেরই ধারণা, ভবিষ্যতে হয়তো আরোও একটি বুস্টার টিকা নেওয়ার বন্দোবস্ত হতে পারে। সেক্ষেত্রে তখন চতুর্থ টিকা বা দ্বিতীয় বুস্টার টিকা নেওয়াপর ক্ষেত্রে ন্যাজাল টিকার সাহায্য নেওয়া যেতে পারে। তবে পুরোটাই নির্ভর করছে করোনার গতিপ্রকৃতি, তার বিবর্তন এবং তার সঙ্গে টিকার ব্যবহারের পরিবর্তনের উপর।