আপনি কি আপনার সমবয়সীদের তুলনায় লম্বা? লম্বা হওয়ার ফলে আর পাঁচটা মানুষের থেকে বেশি উপকার পান আপনি? কিন্তু জানলে হয়তো ভয় পেয়ে যাবেন, অতিরিক্ত উচ্চতার ফলে আপনার শরীরে বাসা বাঁধতে পারে ক্যানসার। সম্প্রতি গবেষণায় উঠে এলো এমনই একটি চাঞ্চল্যকর তথ্য।
ওয়ার্ল্ড ক্যানসার রিসার্চ ফান্ড ইন্টারন্যাশনালের গ্লোবাল ক্যানসার আপডেট প্রোগ্রাম-এর বিশ্লেষণ অনুযায়ী, যে মানুষের উচ্চতা যত বেশি, তাঁর শরীরে ক্যানসারের ঝুঁকিও তত বেশি বেড়ে যায়। লম্বা মানুষের শরীরে কোনও ক্যানসারের ঝুঁকি সব থেকে বেশি থাকে তা বলা যায় না ঠিকই কিন্তু সেই মানুষটির শারীরিক অবস্থা, ওজন, জীবনধারা এবং ডায়েটের ধরন নির্ধারণ করে সেই মানুষটির শরীরে কোন ক্যানসার বাসা বাঁধতে পারে।
(আরও পড়ুন: এবার ব্যাঙ্কে জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন সমকামীরাও, নমিনি হতে পারে পার্টনার)
গবেষণা থেকে জানা গেছে, প্রতি ৫ সেন্টিমিটার উচ্চতা বৃদ্ধি সঙ্গে সঙ্গে লম্বা মানুষদের শরীরে বেড়ে যায় ক্যানসারের ঝুঁকি। পা থেকে মাথা পর্যন্ত দূরত্ব কতটা অর্থাৎ আপনার উচ্চতা কতটা তার উপর নির্ভর করে ক্যানসার হওয়ার আশঙ্কার পরিমাণ। যে যত বেশি লম্বা, তাঁর আক্রান্ত হওয়ার সম্ভাবনাও তত বেশি।
গবেষণা থেকে আরও জানা যায়, প্রতি ১০ সেন্টিমিটার উচ্চতা বৃদ্ধির ফলে ক্যানসার হওয়ার ঝুঁকি বেড়ে যায় ১৬%। ধরা যাক, যদি প্রতি ১০ হাজার মানুষের যাদের গড় উচ্চতা ১৬৫ সেন্টিমিটার, তাঁদের মধ্যে যদি ১৬ শতাংশ মানুষ ক্যান্সার আক্রান্ত হন তাহলে প্রতি ১০ হাজার মানুষের যাদের গড় উচ্চতা ১৭৫ সেন্টিমিটার তাঁদের মধ্যে ৫২ শতাংশ মানুষ ক্যানসারে আক্রান্ত হন। অর্থাৎ অতিরিক্ত ৭ জন ক্যানসারে আক্রান্ত হন শুধুমাত্র লম্বা হওয়ার কারণে।
তবে উচ্চতা যে শুধুমাত্র পারিবারিক ইতিহাসের উপর নির্ভর করে তাও কিন্তু নয়, ইনসুলিন বৃদ্ধির মাপকাঠি এবং হরমোনের পরিবর্তন ভূমিকা পালন করে অতিরিক্ত উচ্চতার নেপথ্যে। আপনি যদি সময় থাকতে বুঝতে পারেন, আপনার উচ্চতা বৃদ্ধির প্যাটার্ন অস্বাভাবিক তাহলে সময় থাকতেই চিকিৎসকের পরামর্শ নিতে পারেন আপনি।
(আরও পড়ুন: বাচ্চার জন্ম কীভাবে হয়েছে? মুম্বইয়ের প্রি স্কুলের আবেদনপত্র দেখে অবাক সকলে)
লম্বা হওয়ার পাশাপাশি মানুষটি যদি অতিরিক্ত ওজন সম্পন্ন হয় তাহলে তার শরীরে বেড়ে যায় কিডনি, জরায়ু, স্তন, কোলন, অগ্নাশয় এবং প্রোস্টেট ক্যানসারের ঝুঁকি। তবে উচ্চতা কিন্তু অনেক রোগ কমিয়েও দিতে পারে। অতিরিক্ত উচ্চতা আপনাকে বাঁচিয়ে দেয় ডায়াবিটিস বা মধুমেয় রোগের হাত থেকে। এছাড়া লম্বা ব্যক্তিদের ক্ষেত্রে হার্ট অ্যাটাক অথবা স্ট্রোকের ঝুঁকি অনেক বেশি কমে যায়।