Infection from Cat: বিশ্বস্বাস্থ্য সংস্থা হু বলছে,... more
Infection from Cat: বিশ্বস্বাস্থ্য সংস্থা হু বলছে, বিশ্বের ৩০ শতাংশ মানুষ প্যারাসাইট বাহক হয়ে উঠেছেন অজান্তেই। ইউরোপীয় দেশগুলিতে এই ধরনের মানুষের সংখ্যা অনেকটাই বেশি। তবে খুব অল্প সময়ে যেভাবে বিশ্বের বহু সংখ্যক মানুষকে টোক্সোপ্লাজমা আক্রমণ করেছে, তার সদুত্তোর মিলছে না।
1/6পোষ্য হিসাবে বেড়ালকে অনেকেই আদরে রাখেন। বাড়িতে ছোট্ট ছোট্ট বেড়াল ছানা হলে তাদের স্নেহভরে কোলে তুলে নরম লোমে আঙুল রেখে দিনের ক্লান্তি ভুলে যেতে পারেন অনেকেই! তবে, জানেন কি এই বেড়ালে থাকা প্যারাসাইট টক্সমোপ্লাজমা একাধিক ভয়াবহ শারীরিক সমস্যা ডেকে আনতে পারে? সাম্প্রতিক গবেষণা বলছে, এগুলি ইমিউন সেলে ভয়াবহ সংক্রমণ নিয়ে আসতে পারে। (প্রতীকী ছবি)
2/6বিশ্বস্বাস্থ্য সংস্থা হু বলছে, বিশ্বের ৩০ শতাংশ মানুষ প্যারাসাইট বাহক হয়ে উঠেছেন অজান্তেই। ইউরোপীয় দেশগুলিতে এই ধরনের মানুষের সংখ্যা অনেকটাই বেশি। তবে খুব অল্প সময়ে যেভাবে বিশ্বের বহু সংখ্যক মানুষকে টোক্সোপ্লাজমা আক্রমণ করেছে, তার সদুত্তোর মিলছে না। (প্রতীকী ছবি)
3/6কীভাবে কাজ করে এই প্যারাসাইট- বলা হচ্ছে, এই প্যারাসাইট সাধারণ বেড়ালের মল থেকে আসতে পারে। তা মানব শরীরের ইমিউন কোষের (সেলের) নিউক্লিয়াসে ঢুকে যায়। কোষের চরিত্র পরিবর্তন করে দেয়। সংক্রমিত কোষ শরীরে স্বাভাবিক ছন্দে কাজ করতে পারে না। এরফলে ওই প্যারাসইট শরীরের বিভিন্ন অঙ্গে অভ্যন্তরীণ পথে বিচরণ করে। গবেষণা বলছেস ইমিউন কোষ (সেল) অনেকটা জম্বি হয়ে যায় এরফলে।
4/6উপসর্গ- মূলত, টোক্সোপ্লাজমা দ্বারা সংক্রমিত টোক্সোপ্লাজমোসিসের শিকার ব্যক্তির কোনও উপসর্গ সেভাবে দেখা যায়না। ফলে সেই ব্যক্তি নিজেও জানেন না তিনি এই রোগে আক্রান্ত। তবে অনেক ক্ষেত্রে জ্বরের মতো লক্ষণ অনেকের থাকে। সঙ্গে গায়ে হাতে ব্যথা, গলা ফুলে যাওয়া, মাথার যন্ত্রণা ও ক্লান্তি থাকতে পারে।
5/6কী হতে পারে- বলা হচ্ছে যে, যদি এমনটা হতে থাকে, তাহলে ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যাবে। এরফলে এইডস, টিউবারকিউলোসিসের মতো সমস্যা সহজেই জাঁকিয়ে বসতে পারে। অনেক সময় মৃত শিশুর জন্মদান বা মিসক্যারেজের মতো সমস্যাও হতে পারে বলে শোনা যাচ্ছে। (Stock Pic)
6/6সদ্যোজাতর কী কী হতে পারে- সদ্যোজাত শিশুর দেহে এই প্যারাসাইটটি এলে জন্মগত কিছু অসম্পূর্ণতা থেকে যায়। লিভারের সমস্যা, জন্ডিস, চোখের সংক্রমণ দেখা যেতে পারে সদ্য জাত শিশুর মধ্যে। (বিশদ জানতে বিশেষজ্ঞ ও চিকিৎসকের পরামর্শ জরুরি। )