Independence Day: ভারতের ইতিহাসে ঘটনার শেষ নেই। কিন্তু তার মধ্যে স্বাধীন ভারতের কিছুটা ঘটনা প্রত্যেক ভারতীয়র জেনে রাখা উচিত। রইল প্রথম ১৫ বছরের তেমন ১৫ ঘটনার তালিকা।
1/16স্বাধীনতার পরে কেটে গিয়েছে ৭৫ বছর। এই ৭৫ বছরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলি কী কী? দেখে নিন এক ঝলকে।
2/16০১। ১৯৪৭ সালের ১৫ অগস্ট স্বাধীন হয় দেশ। মধ্য রাতে স্বাধীন হয় দেশ। গোটা দিন ধরে চলে স্বাধীনতা উদ্যাপন।
3/16০২। একই সঙ্গে ভাগ হয় দেশ। তার ক্ষত আজও বয়ে নিয়ে চলেছেন বহু মানুষ।
4/16০৩। ১৯৪৮ হত্যা করা হয় মাহাত্মা গান্ধীকে। নাথুরাম গডসের গুলিতে নিহত হন তিনি।
5/16০৪। ১৯৫০ সালে লেখা হয় ভারতের সংবিধান। তৎকালীন ভারতের অন্যতম পণ্ডিত বিআর আম্বেদকরের দায়িত্বে রচিত হয় এটি।
6/16০৫। প্রথম এশিয়ান গেমস। ১৯৫১ সালে সূচনা হয় এটির। অংশ নেয় ভারতও। খেলাধুলোতেও আন্তর্জাতিক মঞ্চে হাজির হয় দেশ।
7/16০৬। ১৯৫১ সাল। প্রতিষ্ঠা হল ভারতীয় জনসংঘ। একই সঙ্গে শুরু হল ভারতীয় রাজনীতিতে নতুন অধ্যায়। যা পরবর্তী সময়ে ভারতীয় রাজনীতির গতিপথই বদলে দেবে।
8/16০৭। ১৯৫১ সাল। সে বছরই প্রথম সাধারণ নির্বাচন হল দেশ জুড়ে। অংশ নিলেন সারা দেশের মানুষ।
9/16০৮। ১৯৫৫ সাল। মুক্তি পেল ‘পথের পাঁচালী’। ভারতীয় সিনেমা পৌঁছে গেল বিশ্বের দরবারে।
10/16০৯। ১৯৫৭ সাল। কেরালায় কমিউনিস্ট পার্টি ক্ষমতায় এল। নামবুদ্রিপাদ নির্বাচিত হলেন মুখ্যমন্ত্রী হিসাবে।
12/16১১। ১৯৬০ সাল। প্রশান্তচন্দ্র মহলানবিশের নেতৃত্বে তৈরি হল ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউট। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানের মর্যাদা দেওয়া হল এটিকে।
13/16১২। ১৯৬০ সাল। ১৬ বছর ধরে তৈরি হওয়ার পরে অবশেষে মুক্তি পেল ‘মুঘল-এ-আজম’। ভারতের বাণিজ্যিক ছবি পেল নতুন মাত্রা।
14/16১৩। ১৯৬০ সাল। উড়লেন মিলখা সিং। কমনওয়েলথ এবং এশিয়ান গেমসে সোনার পরে তিনি পৌঁছে গেলে রোম অলিম্পিকে।
15/16১৪। ১৯৬১ সাল। অবশেষে স্বাধীনতা পেল গোয়া। পর্তুগিজরা ছেড়ে দিল এর উপর থেকে অধিকার। স্বাধীন গোয়া যুক্ত হল ভারতের সঙ্গে।
16/16১৫। ১৯৬২ সাল। চিনের সঙ্গে ভারতের যুদ্ধ শুরু হল। দুই দেশের সম্পর্ক আগে থেকেই খারাপ হচ্ছিল। চরম আকার নিল ১৯৬২ সালে।