দুর্গাপুজোয় সবথেকে বেশি কষ্ট সেই মানুষগুলি পায় যারা দূর বিদেশে পড়ে রয়েছেন পড়াশোনা বা কাজের জন্য। বিদেশের দুর্গাপুজো হলেও সেখানে পাওয়া যায় না কলকাতা বা গ্রামের পুজোর আনন্দ। আপনারও ভাই বা দাদা যদি বিদেশে থাকেন তাহলে শুভেচ্ছা বার্তার মাধ্যমে মন ভালো করে দিন তাঁদের।
১) দুর বিদেশে রয়েছো, কিন্তু সব সময় আছো আমাদের সঙ্গে। মন খারাপ করো না। তোমাকে জানাই শুভ শারদীয়া।
২) সময় পেলেই চলে এসো, তোমাকে ছাড়া পুজো অসম্পূর্ণ। তোমাকে জানাই শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা।
৩) ওখানকার প্রবাসী পুজোয় আনন্দ করো মন ভরে, মনে রেখো আমাদের সকলকে। তোমাকে জানাই দুর্গাপুজোর শুভেচ্ছা।
(আরও পড়ুন: 'তুমি ফুলের সুবাস', কন্যা দিবসে মেয়েকে এইভাবে জানান শুভেচ্ছা)
৪) যতই দূরে থাক না কেন, মুঠোফোনের মাধ্যমে গোটা পুজোয় তুমি থাকবে আমাদের সঙ্গে। তোমাকে জানাই দূর্গা পুজোর অনেক শুভেচ্ছা।
৫) দুর বিদেশে বন্ধুদের সঙ্গে পুজোয় আনন্দ করো, খুব ভালো থেকো। তোমাকে জানাই শারদীয়ার শুভেচ্ছা।
৬) দেবী দুর্গার আশীর্বাদে তোমার জীবন ভরে উঠুক আনন্দে, সমস্ত সাফল্য যেন থাকে তোমার কাছে। তোমাকে জানাই শুভ শারদীয়া।
৭) এবারের পুজোয় চলে যাব তোমার কাছে, বিদেশের দুর্গাপুজো উপভোগ করব একসঙ্গে। তবে এখন থেকেই তোমাকে জানাই শুভ শারদীয়ার শুভেচ্ছা ও ভালোবাসা।
৮) খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বন্ধু। দুর্গা পুজোয় একসঙ্গে কাটাবো অনেকটা সময়। তোমাকে জানাই দুর্গাপূজার প্রীতি শুভেচ্ছা।
(আরও পড়ুন: সস্তার খেলনা দিয়ে ৫০০ টাকা নিয়ে চম্পট বিক্রেতার, রেগে আগুন অস্ট্রেলিয়ান বললেন, 'স্ক্যাম সিটি দিল্লি')
৯) দুরে থেকেও আছো অনেক কাছে, খুব তাড়াতাড়ি চলে এসো। পুজোয় করবো অনেক আনন্দ। তোমাকে জানাই শারদীয়ার শুভেচ্ছা।
১০) কবে আসবি, সবাই অপেক্ষা করছে তোর জন্য। তাড়াতাড়ি আয়। শারদীয়ার শুভেচ্ছা ও ভালোবাসা নিস।